সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একদম জাগ্রত মন্দির, এখানে স্বয়ং গ্রহরাজ শনি রাতে হেঁ’টে বে’ড়া’ন

তথ্য ও ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতাই রয়েছে দেবী মেলাই চন্ডীর সতীপীঠ।। এই সতী পিঠের পিছনেই রয়েছে একটি জাগ্রত গ্রহরাজ মন্দির। এই মন্দিরেই নাকি রাত্রিবেলা চলাফেরা করেন গ্রহরাজ। অন্তত এমন কথাই ঘুরপাক খায় এলাকার মানুষের মুখে। এই মন্দিরের বিদ্রোহ অর্থাৎ গ্রহরাজ অত্যন্ত জাগ্রত কথিত আছে শনিদেব এখানে কাউকে খালি হাতে ফেরান না।

কেউ যদি তার মনের ইচ্ছা শনিদেবকে জানান তবে তা পূরণ হয় কয়েকদিনের মধ্যেই। মন্দিরের বয়স অনেক তবে কত খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তা কেউ হলফ করে বলতে পারেন না। ভক্তদের দাবি প্রতি রাত্রে গ্রহরাজ এই মন্দিরে হেঁটে বেড়ান বহু ভক্তই নাকি তাদের পায়ের শব্দ শুনতে পেয়েছেন।

প্রতিদিন এখানে পূজো হয় বিশেষ করে শনিবার জাকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়। ভক্তদের একাংশ এই মন্দিরে গভীর রাতে অনেকেই নীল কাপড় উড়তে দেখেছেন। যে কাপড় পড়ানো হয় শনিদেব কে সেই কাপড় নাকি অনেক রাতে মন্দিরের ভিতরে উড়ে আসে।

আরো খবর: বয়স ৫ বছর ক’মে গিয়েছে, ধনকুবেরের দা’বি ঘিরে চা’ঞ্চ’ল্য, খু’ব তাড়াতাড়ি হ’য়ে যাবেন কিশোর!

প্রতি শনিবার সকাল ন’টা থেকে শনিদেবের পুজো শুরু হয় পূজো চলে রাত নটা পর্যন্ত। বাৎসরিক পুজো হয় শ্রাবণ মাসে।শ্রাবণের শনিবার গুলোয় গ্রহরাজের পুজোর সময় শুরু হয় সকাল ৭ টা থেকে। শনিদেবের পুজো সারারাত চলে বিশেষ করে সূর্য ডোবার পর থেকেই শুরু হয় শনিদেবের পুজো।

শনিদেবকে খিচুড়ি ভোগ দেওয়া হয় সঙ্গে থাকে ছয় রকমের ভাজা লেবু পান। এই মন্দির থেকে বিনামূল্যে নানান রকম রোগের ওষুধ দেওয়া হয়। আমতার এই শনি মন্দিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী।