সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘরে থাকা আলমারির পি’ছ’ন থেকে উঁ’কি দিচ্ছে ভাল্লুক, ব্যা’প’ক আ’ত’ঙ্ক মালবাজারে

ঘরের মধ্যে আলমারি পাশে গুটিসুটি মেরে বসে রয়েছে কালো কুচকুচে একটি জন্তু! একনজরে দেখে তাকে শুকর বলেই ভেবেছিলেন গৃহস্থ। তবে বিশেষ ঝুঁকি না নিয়ে বন দপ্তরের কাছে দ্রুত খবর দেন। তারা এসে জানান এটি আসলে কোনো শুকর নয়, আস্ত একটি ভল্লুক! তবে স্বস্তি একটাই এটা পূর্ণবয়স্ক নয়। নতুবা হয়তো ঘটে যেতে পারতো বড় কোনো অঘটন।

ঘরের মধ্যে আলমারির পাশে এমন একটি বন্যপ্রাণী লুকিয়ে থাকার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনদপ্তরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে তাকে উদ্ধার করেছেন। বৃহস্পতিবার রাতেই তাকে নেওড়া ভ্যালির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য মালবাজারের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই ভাল্লুকের পায়ের ছাপ দেখা যাচ্ছে।‌ এতে সাধারনের মনে আশঙ্কা বাড়ছে।

স্থানীয়দের সতর্ক করেছে বন দপ্তর। বিশেষত রাত্রেবেলা শিশুদের বাড়ির বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঘরের মধ্যে বন্যপ্রাণী লুকিয়ে থাকার দৃশ্য দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ভাইরাল সেই ভিডিও দেখুন এই প্রতিবেদন থেকে।