সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স ৫ বছর ক’মে গিয়েছে, ধনকুবেরের দা’বি ঘিরে চা’ঞ্চ’ল্য, খু’ব তাড়াতাড়ি হ’য়ে যাবেন কিশোর!

৪৫ বছর বয়সি তথ্যপ্রযুক্তি সংস্থার CEO হলেন ব্রায়ান জনসন। তাঁর লক্ষ্য বয়সটাকে ফের ১৮ বছরে নিয়ে যাওয়া। যে প্রোজেক্টের গালভরা নাম ‘প্রোজেক্ট ব্লুপ্রিন্ট’। সম্প্রতি ব্রায়ান জনসন দাবি করেছেন, ইতিমধ্যেই তাঁর ‘এপিজেনেটিক এজ’ কমে গিয়েছে ৫.১ বছর।

এই এপিজেনেটিক এজ হল এক ধরনের বায়ো মার্কার। যা বয়সজনিত রোগ ও সব ধরনের মৃত্যুহারের সঙ্গে যুক্ত। সহজ ভাবে বললে শরীরের অবস্থাকেই যেন ৫ বছর পিছিয়ে নিয়ে যাওয়া।

৩০ জন চিকিৎসক ও বিশেষজ্ঞের একটি দল গঠন করা হয়েছে। সেই দলই পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে। জনসনের দাবি, তিনি এই ভাবে শরীরটাকে ১৮ বছরের কিশোরের মতো করে তুলবেন।

আরো খবর: রাতারাতি চেহারার বি’রা’ট পরিবর্তন, মেয়ে নাইসার বিউটি সি’ক্রে’ট ফাঁ’স করলেন কাজল

আর এজন্য তাঁর খরচ পড়বে বছরে ২ মিলিয়ন তথা ২০ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় অঙ্কে প্রায় ১৬ কোটি ৩০ লক্ষ টাকা।