সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৬০ কোটি বছর পু’র’নো জল খেলেন এক বিজ্ঞানী! কিন্তু এরপর যা হলো…

সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্রায় ২৬০ কোটি বছরের পুরনো জল (Water) পান করে বসলেন এক বিজ্ঞানী! তাঁর এমন কাজে চোখ কপালে উঠেছে সবারই। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কিন্তু দেখতে কেমন ছিল সেই প্রাগৈতিহাসিক জল,কেমনই বা ছিল তার স্বাদ?

বিজ্ঞানীদের অনুমান, আজ থেকে প্রায় ১৪০০ কোটি বছর আগে যাত্রা শুরু হয়েছিল আমাদের এই মহাবিশ্বের। তার ৯০০ কোটি বছর পরে অর্থাৎ আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর আগে সৃষ্টি হয় সূর্যের,৪৫০ কোটি বছর আগে আমাদের পৃথিবীর।পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় ৩৫০-৪০০ কোটি বছর আগে।

এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরনো জীবাশ্মের বয়স প্রায় ৩৫০ কোটি বছর। ঘটনাটি ঘটেছিলো ২০১৩ সালে। কানাডার (Canada) অন্টারিওয় এক খনিতে বিজ্ঞানীরা ভূপৃষ্ঠ থেকে দেড় মাইল নিচে অবস্থিত ওই জলের সন্ধান পান যা গ্র্যানাইটের মতো দেখতে পাথরের খাঁজে জমে ছিল।

আরো খবর: পার্থবিধি ব’দ’ল, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাম আমলের নি’য়’ম ফেরালেন ব্রাত্য

এরপরই বিজ্ঞানীরা শুরু করেন ওই জল নিয়ে গবেষণা। কার্বন ডেটিং প্রক্রিয়ায় নমুনা পরীক্ষা করে বোঝা যায় তা ২৬০ কোটি বছরের পুরনো। হঠাতই গবেষক দলের প্রধান অধ্যাপক বারবারা শেরউড লোল্লার ওই জল পান করে বসেন। যা দেখে চক্ষু চড়কগাছ আশপাশের সকলের।

মনে পড়ে যায় সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নাটকের কথা। কিন্তু দেখতে কেমন ছিল,জলের স্বাদই ব কেমন ছিল?বিজ্ঞানীটি জানিয়েছেন -‘ ভয়ানক নোনতা ছিল ওই জল,অনেকটাই ম্যাপল সিরাপের মতো চটচটে। জলটা প্রথমে বর্ণহীনই থাকলেও বাইরে আনতেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল হয়ে যায় কমলা রঙের।’