সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশে জ্যোতিষীদের বাজার বে’শ গরম, ভোটে জি’ত’তে চাইছেন সব প্রার্থীরাই

উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে। নির্বাচনের প্রাক্কালে ওই রাজ্যে জ্যোতিষীদের ব্যবসা রীতিমতো ফুলেফেঁপে উঠেছে। কারণ, ভোটের আগে উত্তরপ্রদেশের প্রার্থীরা জ্যোতিষী কিংবা পণ্ডিতদের দ্বারস্থ হচ্ছেন।

উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে। নির্বাচনের প্রাক্কালে ওই রাজ্যে জ্যোতিষীদের ব্যবসা রীতিমতো ফুলেফেঁপে উঠেছে। কারণ, ভোটের আগে উত্তরপ্রদেশের প্রার্থীরা জ্যোতিষী কিংবা পণ্ডিতদের দ্বারস্থ হচ্ছেন।

ওই রাজ্যের প্রার্থীরা কোন সময়ে মনোনয়ন জমা দেওয়া উচিত কিংবা প্রচারে বেরনোর ক্ষেত্রে কোন সময় নির্বাচন করা উচিত, এসব জানার জন্য জ্যোতিষীদের উপরেই ভরসা করছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের জনপ্রিয় জ্যোতিষ পণ্ডিত অরুণ ত্রিপাঠি বলেন, প্রার্থীরা জানতে চাইছেন কোন রঙের পোশাক পরলে তাঁদের দিন শুভ হবে। কোন দিক থেকে প্রচার শুরু করলে সাফল্য মিলবে।

আরো পড়ুন: এদের মতো লোক বি’ষ’ধ’র সাপের মতো! এদের এ’ড়ি’য়ে চলুন, কি বলেছিলেন পন্ডিত চাণক্য?

এমনকী কী খাওয়া উচিত সেসবও জিজ্ঞাসা করছেন । কোন রঙের গাড়িতে প্রচার করা উচিত, সে কথাও জানতে চাইছেন তাঁরা। এমনকি, রাহু কাল, পিতৃ দোষ, মঙ্গল দোষ, সর্প দোষ কাটানোর জন্য পুজোপাঠ শুরু করেছেন অনেকেই।