সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এদের মতো লোক বি’ষ’ধ’র সাপের মতো! এদের এ’ড়ি’য়ে চলুন, কি বলেছিলেন পন্ডিত চাণক্য?

আচার্য চাণক্য নীতি অনুযায়ী আমাদের জীবন শৈলী একই সুতোয় বাঁধা। তার বিভিন্ন নীতি মানুষ ও তার পরিবেশের উপর বিবেচনা করেই লেখা হয়েছে। তার প্রতিটি বিষয়ে ছিল গভীর জ্ঞান, তিনি একজন অর্থনীতির লেখক ও প্রাচীন ভারতীয় রাজনীতির এক মহান পন্ডিত। তার প্রতিটা নীতির মধ্যে রয়েছে একটি করে কাহিনী, তার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিতে হলে এই নীতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আচার্য চাণক্য নীতি অনুযায়ী আমাদের জীবন শৈলী একই সুতোয় বাঁধা। তার বিভিন্ন নীতি মানুষ ও তার পরিবেশের উপর বিবেচনা করেই লেখা হয়েছে। তার প্রতিটি বিষয়ে ছিল গভীর জ্ঞান, তিনি একজন অর্থনীতির লেখক ও প্রাচীন ভারতীয় রাজনীতির এক মহান পন্ডিত। তার প্রতিটা নীতির মধ্যে রয়েছে একটি করে কাহিনী, তার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিতে হলে এই নীতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার এই নীতির দ্বারাই চন্দ্রগুপ্ত মৌর্য কে রাজা করেছিলেন। প্রতিটি মানুষের জীবনে এমন একজন লোক থাকা উচিত, যে সর্বদা তার পাশে দাঁড়াবে সাহায্য করবে উপকারে এগিয়ে আসবে। চাণক্য নীতির মধ্যে রয়েছে সংসারের সমস্ত কিছু, বন্ধু থেকে শত্রু, স্বামী-স্ত্রী থেকে ব্যবসা সব কিছুই রয়েছে চাণক্য নীতির মধ্যে।

আমাদের জীবনে যেমন ভাল লোকের আগমন ঘটে ঠিক তেমনই খারাপ লোকের আগমন ঘটে। তাই চাণক্য নীতিতে উল্লেখ রয়েছে, চার ধরনের মানুষ জনের, যারা কিনা সাপের থেকেও বেশি বিষধর। জীবনে এই ধরনের মানুষকে এড়িয়ে চলাই শ্রেয়।

আরো পড়ুন: SSC: লাগাম ছা’ড়া দু’র্নী’তি গ্রুপ-ডি নি’য়ো’গে, ৫৭৩ জনকে বরখাস্তের নি’র্দে’শ হাইকোর্টের

রাজা পতিতা যমো হায়গনিস্টকারো বালায়াচকো। কিন্তু দুঃখ জানো না, অষ্টমো গ্রামকান্তক:। এই সুখের মধ্যে আচার্য চাণক্য ব্যক্ত করেছে,পৃথিবীতে চার ধরনের মানুষজনের সাথে কখনোই নিজের কষ্ট ভাগ করে নেওয়া উচিত নয়। কখনোই অন্যের কষ্ট বোঝে না, এমন কি কোনো ভাবে প্রভাবিত হয় না। তাই তারা সুবিধার থেকে আরো অসুবিধায় ফেলতে থাকে মানুষ জনকে। শ্লোকে লেখা রয়েছে, চাণক্য মনে করেন এই সমস্ত লোকের সাথে কথা বলার সময় বুদ্ধি নিয়ে ধৈর্য নিয়ে কথা বলা উচিত।

আরো পড়ুন: সেলফি তোলার নতুন স্টাইল চ’লে এ’লো, নাম তার Fingermouthing

কোনভাবেই নিজের দুঃখ কমানোর জন্য এদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত নয়, তার মর্যাদা তারা দিতে জানে না। আসলে সাপের বিষ আছে, বিছার বিষ আছে, মৌমাছির বিষ আছে, কিন্তু এমন মানুষের বিষ সারা দেহে ছড়িয়ে রয়েছে। কারণ এদের মনের মধ্যে বিষে ভর্তি। সুযোগ পেলেই এই ধরনের মানুষ অন্যের ওপর বিষ নিক্ষেপ করতে একটুও পিছপা হন না।।