সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রীর অসুস্থতার কথা শুনে নিজেই কিডনি দান করলেন উবের চালক!

তথ্য ও ছবি: mailonline

আজকের পৃথিবীতে মানুষ কোথায়ই বা মানুষের পাশে দাঁড়ায় বলুনতো! আজ যেন সর্বত্রই ঘৃণা, অবিশ্বাস, আর অসহিষ্ণুতার বাস। স্বার্থ ছাড়া মানুষকে কোথায় মানুষের পাশে খুঁজে পাওয়া যায়? তবু এই রুক্ষ সমাজের গালে সপাটে চড় মেরে সহিষ্ণুতার নজির গড়লেন উবের চালক টিম লেটস। পুরো ঘটনাটা শুনলে রূপকথার গল্পের থেকে কোনো অংশে কম মনে হবে না।

কিডনির অসুখে ভুগতে থাকা এক যাত্রীকে বাঁচাতে নিজের কিডনি দান করলেন তিনি। তাঁর এহেন মানবিকতায় মুগ্ধ হয়েছেন নেট নাগরিকরা। আসলে ঘটনাটি হল টিমের গাড়িতে চেপে প্রবীণ বিল সুমিয়েল যাচ্ছিলেন ডায়ালিসিসের জন্য। গাড়িতে যাওয়ার সময় তাঁদের আলাপে টিম জানতে পারেন বিল কিডনির অসুখে খুব কষ্ট পাচ্ছেন। আর তাতেই টিমের খুব খারাপ লাগে।

সাথে সাথেই বেশি কিছু না ভেবে তিনি বিলকে নিজের কিডনি দান করার প্রস্তাব দেন। এছাড়া এও বলেন, “আজ আমাদের দেখা ঈশ্বরই করিয়ে দিয়েছেন। আপনি আমার নাম ও নম্বরটা নিন। আমিই আপনাকে কিডনি দেব। আপনার কোনো চিন্তা নেই।”

আরো খবর: হাড় দুর্বল থাকলে কি কি উপ’স’র্গ দেখা যায়?

এরপর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় দু’জনের কিডনি ‘ম্যাচ’ করতে দেখা যায়। সেই মতো অস্ত্রোপচারও করা হয় এবং তা সফল হয়। এই ঘটনার এক বছর পর দেখা গিয়েছে বিল বেশ সুস্থ আছেন। এখনও তিনি আমেরিকা নিবাসীই। তবে বর্তমানে টিমের ঠিকানা জার্মানি।

তবু তাঁদের মধ্যে যোগাযোগ নষ্ট হয়নি। এ প্রসঙ্গে বিল জানিয়েছেন, তাঁর এই বন্ধু আজীবনের বন্ধু। তাই তাঁর সঙ্গে যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হতে তিনি দেবেন না। সোশ্যাল মিডিয়ায় সহৃদয়তার এই কাহিনী মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে এবং টিমের জন্য অনেক শুভেচ্ছা এবং তার ভালোবাসা প্রেরণ করেন নেটিজেনরা।