সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছাগলের ছানাকে বাঁ’চা’তে মুরগি নিজের প্রা’ণ দিয়েছে, ৫০০ জনকে নিয়ে শে’ষ’কৃ’ত্য সারলেন মালিক

মানুষের প্রতি মানুষের যে টান থাকে, কোন কোন ক্ষেত্রে পশুদের প্রতিও সমপরিমাণ টান অনুভব করেন মানুষ। কখনো কখনো পোষ্যের প্রতি ভালোবাসা সমস্ত হিসেব-নিকেশ ছাপিয়ে যায়। এই যেমন সম্প্রতি পোষ্য মোরগের মৃত্যুর পর এক ব্যক্তি রীতিমতো সমস্ত আচার অনুষ্ঠান মেনে তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন।

ঘটনাটি ঘটেছে প্রতাপগড় জেলার একটি গ্রামে। সেখানে এক ব্যক্তির একটি পোষা মোরগ ছিল যাকে তিনি ভীষণ ভালোবাসতেন। তার নাম দিয়েছিলেন লালি।

গত ৮ই জুলাই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় বাড়িতে বাধা একটি ছাগলের বাচ্চা বাইরের একটি কুকুরের দ্বারা আক্রান্ত হয়। এদিকে ওই বাচ্চাটিকে বাঁচাতে ছুটে যায় লালি।

আরো পড়ুন: “ওম”-র প্রভাবে সব পাপ মু’ছে যায়, জেনে নিন এই মন্ত্র জপের লা’ভ

প্রায় আধঘন্টা ধরে কুকুরের সঙ্গে সে লড়াই চালায়। শেষ পর্যন্ত কুকুরের আক্রমণে লালির মৃত্যু হয়। তবে নিজের জীবন দিয়ে এসে ছাগলের বাচ্চাটির প্রাণ বাঁচায়। এই ঘটনার পর ওই মোরগের মালিক গভীর শোকাহত হয়ে পড়েন।

বাড়ির পাশেই মাটিতে কবর দেওয়া হয় তাকে। মাথা ন্যাড়া করে সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম মেনে পালন করে ওই ব্যক্তি তার মোরগের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। শুধু তাই নয় সম্প্রতি তিনি ওই গ্রামের ৫০০ জন মানুষকে শ্রাদ্ধের খাবার খাইয়েছেন।

তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে পরিবারের ছেলে হিসেবে লালন-পালন করা হয়েছিল মোরগটিকে। তার মৃত্যুতে বাড়িতে সকলেই ভেঙে পড়েছেন।