সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গৃহঋ’ণে’র সুদ এখন ধরাছোঁয়ার বা’ই’রে! কোন কোন ব্যাংক কম রে’টে লো’ন দি’চ্ছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI রেপো রেট বৃদ্ধি করার ফলে মহার্ঘ হয়েছে যে কোনও লোন। সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, SBI সহ অন্য ব্যাঙ্কগুলিও সুদের হার বৃদ্ধি করতে প্রস্তুতি শুরু করেছে বলে । RBI 50 বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করায় যদি ব্যাঙ্কগুলিও যদি হোম লোনে 0.5 শতাংশ সুদ বৃদ্ধি করে সেক্ষেত্রে 20 বছরের মেয়াদে নেওয়া 20 লাখ টাকা 7.5 শতাংশ সুদের হার বেড়ে হবে 8.00 শতাংশ সুদ।

এর ফলে 16,112 টাকার EMI বেড়ে হবে 16,729 টাকা। অর্থাৎ প্রতি মাসে 616 টাকা বেশি দিতে হবে আমজনতাকে। এই রেট বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছে আমজনতার। কারণ, যারা হোম লোন নেওয়ার কথা ভাবছিলেন, তাঁদের এরফলে ফের একবার চিন্তা ভাবনা করতে হবে। কারণ 0.5 শতাংশ সুদ বৃদ্ধি হলেও তা মোট প্রদেয় অর্থের উপর অনেকটাই প্রভাব ফেলে।

কোন কোন ব্যাঙ্ক সবচেয়ে কম হারে সুদ দিচ্ছে দেখুন:-

(SBI):- দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI-তে বর্তমানে হোম লোনের সুদ রয়েছে 7.55 শতাংশ। 20 লাখ টাকা 20 বছরের মেয়াদে লোন নেওয়া হলে ওই ব্যক্তির প্রতি মাসে EMI গুনতে হবে 20,216 টাকা।

আরো পড়ুন: তৃণমূল নেতাদের কেন এত স’ম্প’ত্তি? ত’দ’ন্ত চে’য়ে ED-কে যু’ক্ত করলো হাইকোর্ট

Indian Overseas Bank:- ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক বর্তমানে গৃহঋণের ক্ষেত্রে 20 বছরের মেয়াদে সর্বোচ্চ 75 লাখ টাকা লোন দিচ্ছে। বর্তমানে এই ব্যাঙ্কের সুদের হার রয়েছে 7.15। অর্থাৎ কোনও ব্যক্তি যদি এই ব্যাঙ্ক থেকে 25,00,000 টাকা লোন নেন, সেক্ষেত্রে তাঁর প্রতি মাসের EMI হবে ₹19,608।

Central Bank of India:- এই ব্যাঙ্কে হোম লোনে সুদের হার রয়েছে 7.20 শতাংশ। 25,00,000 টাকার লোন হলে 20 বছরের ক্ষেত্রে এই লোনে EMI হবে ₹19,684।

Bank of Maharashtra and Bank of India:- বর্তমানে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুই ব্যাঙ্কেরই হোম লোনে সুদ রয়েছে 7.3 শতাংশ। অর্থাৎ কোনও ব্যক্তি যদি এই দুটি ব্যাঙ্ক থেকে 25,00,000 টাকা লোন নেন, সেক্ষেত্রে তার EMI গুনতে হবে ₹19,835।

Union Bank and UCO Bank:- বর্তমানে Union Bank ও UCO ব্যাঙ্কের হোম লোনে সুদ রয়েছে 7.4 শতাংশ। 20 বছরের মেয়াদে যদি কোনও ব্যক্তি 25,00,000 টাকা লোন নেন, সেক্ষেত্রে তার EMI গুনতে হবে 19,987 টাকা।

LIC Housing Finance:- LIC- র উপর সাধারণ মানুষের ভরসা এখনও অটুট। পলিসি গ্রাহকেরা খুব সহজেই LIC Housing Finance থেকে হোম লোন নিতে পারেন। এই সংস্থায় বর্তমানে হোম লোনের ক্ষেত্রে সুদের হার রয়েছে 7.5 শতাংশ। এরফলে 20,140 টাকা EMI গুনতে হবে লোন নেওয়া ব্যক্তিকে।