সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র নতুন প্রজাতির হ’দি’শ মিললো ইজরায়েলে, ফের আ’ত’ঙ্ক বিশ্বজুড়ে

করোনা যেন চিরস্হায়ী, এর যেন সত্যি শেষ নেই। কারণ করোনা প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত যেভাবে নিজের রূপ ,ও গঠন বদল করে যাচ্ছে তার সত্যি অবাক করার মতো। এই মিউটেশন সত্যি অবাক করছে বিজ্ঞানীদের।

সম্প্রতি আবার এমনি একটি খবর পাওয়া গেল বিজ্ঞানীদের মাধ্যমে। কারণ , আমরা যেটা ভাবছি করোনা হয়তো বিদায় নিয়েছে কিন্তু না এটা একেবারেই ভুল ধারণা। সম্প্রতি ইজরায়েলে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ,তারা নাকি খুঁজে পেয়েছে করোনার নতুন স্ট্রেইন।

ওমিক্রন প্রজাতির একটি নতুন রূপ পাওয়া গেছে ইজরায়েলে, যা নিয়ে চিন্তায় ঘুম নেই বিজ্ঞানীদের। বিশেষ করে দেখা যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে আবার হানা দিচ্ছে করোনার নতুন স্ট্রেইন। চিনের কিছু শহরে ফের লক ডাউনের নির্দেশ দিয়েছে সেখানকার প্রশাসন।

আরো পড়ুন: পশুর মতোই এখানে খাঁচাবন্দি হ’য়ে থাকেন মানুষজন, ভা’ড়া মাসে ২০ হাজার টা’কা

তাহলে ভ্যাকসিন, বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামো এইসবের ওপরে কি একেবারেই জল ঢেলে দিল করোনার নতুন স্ট্রেইন? তাহলে কি আবার সেই ভয়ঙ্কর দিন গুলো ফিরে আসতে চলেছে?ভাবলেই ভয় লাগে।

ল্যাব রিপোর্ট বলছে, দুই সাব ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি new Covid variant strain, dubbed BA.1 and BA.2। সম্প্রতি ইজরায়েলে দুই ব্যক্তির শরীরে পাওয়া গেছে এই নতুন স্ট্রেইন।

এই নতুন স্ট্রেইন নিয়ে কেউ অবগত নয়। তাহলে কিভাবে বোঝা যাবে এটি সম্পর্কে? আসলে এই নতুন স্ট্রেইন এর সিম্পটমস হল,। ব্যক্তির জ্বর, মাথা ব্যাথা, পেশীতে টান এইসব উপসর্গ দেখা দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওমিক্রনেই কিন্তু শেষ নয়, এর থেকেও ভয়ঙ্কর আরও স্ট্রেইন আস্তে চলেছে। যার সংক্রমণের ক্ষমতা থাকবে ওমিক্রনের থেকেও দ্বিগুন। তাই সাবধানতা অবলম্বনের ব্যাপারে কোনো রকম ত্রুটি নয়।