সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দক্ষিণ ভারতের অভিনেত্রীদের শিক্ষাগত যো’গ্য’তা বলি তারকাদের ল’জ্জা’য় ফে’লে দে’বে

বলিউড যেন এখন কব্জাই আসতে চলেছে দক্ষিণী ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের। বাহুবলী থেকে পুষ্পা সিনেমাপ্রেমীদের মধ্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এনাদের অভিনয় দর্শকদের মাতোয়ারা করে রেখেছে।

অভিনেত্রীরা রূপে যেমন লক্ষ্মী তেমন গুণে সরস্বতী। এনাদের শিক্ষার হার এর কাছে কিন্তু বলিউডে অভিনেত্রীরাও হার মানবে। বলা যায় যে রাঁধে সে চুলও বাঁধে। আজকে এমন কিছু অভিনেত্রীদের শিক্ষা সম্পর্কে জেনে নেওয়া যাক। দক্ষিণী অভিনেত্রী শিক্ষার কাছে হার মানবেন বলিউডি অভিনেত্রী রাও।

শ্রুতি হাসান- কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান সিনেমা জগতে এক আলাদা জায়গা করে নিয়েছে।কিন্তু জানেন কি তারা শিক্ষা সম্পর্কে। তিনি মুম্বাইয়ের সেইন্ট এন্ড কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক হয়েছেন। এছাড়াও ক্যালিফোর্নিয়া থেকে সংগীতে স্নাতক হন।

কৃতি সুরেশ- দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী দের মধ্যে কৃতি সুরেশ এর নাম উল্লেখযোগ্য। তিনি ফ্যাশন ডিজাইনিং কোর্স এর স্নাতক হন। এছাড়াও জানা যায় তিনি স্কটল্যান্ডে এক জনপ্রিয় ইনস্টিটিউট থেকে অভিনয় শেখেন।

তামান্না ভাটিয়া – মানিকজি এডুকেশন স্কুল থেকেই তামান্নার স্কুলিং শেষ হয়। এরপর তিনি জনপ্রিয় কলেজ থেকে শিল্পে স্নাতক হন।

কাজল আগারওয়াল- কাজল আগারওয়াল সিঙ্গাম এর মধ্য দিয়ে আমাদের সবার মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। উল্লেখযোগ্য তিনি দক্ষিণে বিশাল চাঁদ কলেজ থেকে মার্কেটিং এ স্নাতক হন। শুধু তাই নয় এরপর তিনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন।

রশমিকা মন্দন্না- আমাদের পুষ্পা গার্ল রাশমিকা ও এক্ষেত্রে কোনো অংশে কম যায়না। তিনি পাবলিক স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর রামাইয়া কলেজ অফ আর্টস থেকে সাংবাদিকতা ও মনোবিজ্ঞানের স্নাতক হন।

পূজা হেগড়ে – তিনি শ্রীমতি মিথিবাই কমার্স এন্ড ইকনোমিকস কলেজ থেকে বাণিজ্য স্নাতক হন।

নয়ন তারা- দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়ন তারা কে কেইনা চেনেন। জানা যায় তিনি চেন্নাইয়ের এক নামি কলেজ থেকে শিল্পকলায় স্নাতক হন।

সামান্থা- জনপ্রিয় সিনেমা পুষ্পার এক আইটেম সং কোমর দোলালেন সামান্তা। জানা যায় তিনি চেন্নাইয়ের এঞ্জেলস অ্যাংলো-ইন্ডিয়ান স্কুল থেকে তার স্কুলিং শেষ করেন। এরপর তিনি চেন্নাইয়ের এক কলেজ থেকে স্নাতক হন।