সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Youtube-এ দেখে সা’প ধরতে গিয়ে প্রা’ণ সং’শ’য়, হাসপাতালে চিকিৎসাধীন যুবক

ইউটিউব আমাদের অন্যতম একজন শিক্ষক। গুগোল এবং ইউটিউব দেখে মানুষ আজ অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে। সম্প্রতি ইউটিউবে সাপ ধরার নানা কসরত শিখে সকলের সামনে দেখাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা এক যুবক। রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা তিনি। তবে ইউটিউব দেখে সাপ ধরতে নিয়ে সম্প্রতি সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। যুবককে ভর্তি করানো হয়েছে রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা সৌরভ পন্ডিত ইউটিউবে সাপ ধরা দেখত। এইভাবে কয়েকটি জায়গায় সাপ ধরতে সে গিয়েছিলো। একদিন দিদির বাড়িতে সাপ বেরিয়েছে শুনে সে সাপ ধরতে যায় দিদির বাড়ি। কিন্তু সেটিকে পাত্রে ঢোকানোর সময় হঠাৎ করে সাপটি কামড় দিয়ে দেয় তাকে।

সর্ব বিশেষজ্ঞদের মত অনুযায়ী, যেহেতু সাপটি কালাচ প্রজাতির সাপ ছিল। তাই সৌরভ বুঝতে পারেনি প্রথমে। এই সাপ কামড়ালে গায়ে কোন দাগ হয় না। জ্বালা যন্ত্রণা হয় না। কিন্তু আচমকা তলপেটে ব্যাথা শুরু হয়ে যায়। এ ক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে করা হচ্ছে।

উত্তরদিনাজপুর পিপল ফর এ্যানিমেলস এর সম্পাদক গৌতম কান্দিয়া জানিয়েছেন, এইভাবে প্রশিক্ষণ না নিয়ে,বনদপ্তরের অনুমতি না নিয়ে, সাপ ধরা একেবারেই বেআইনি। সৌরভের তেমন কাজ করা একেবারেই উচিত হয়নি।

আক্রান্ত সৌরভ এই বিষয়ে জানিয়েছেন, কামড়েছে কিনা বুঝতে পারছিনা। কিন্তু আমার ভয় করছে। জানিনা কি হবে। অন্যদিকে সৌরভের বাবা নারায়ণ পন্ডিত বলেছেন, ছেলের মাতব্বরির জন্য আজ এই দিন দেখতে হলো। প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে আজ এই বিপদে রেখে আনলো আমার ছেলে।