সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গর্তপিছু ঠিকাদারদের এক লক্ষ টাকা জরিমানা, হুঁ’শি’য়া’রি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের

রাস্তা নিয়ে বারবার হেনস্তা হতে হয়েছে সরকারকে। তাই এবার রাস্তা করা নিয়ে ঠিকাদারদের কড়া নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার। রাস্তায় গর্ত থাকলেই এবার জরিমানা দিতে হবে ঠিকাদার সংস্থাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রসঙ্গত পুনে থেকে থানেতে ১৩৪ মিটার রাস্তা তৈরি হয়েছে।

সেই রাস্তায় যাতে কোন প্রকার গর্ত কিংবা খানাখন্দ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ঠিকাদার সংস্থাকে। যদি কোথাও গর্ত থাকে তবে গর্ত পিছু জরিমানা দিতে হবে এক লক্ষ টাকা। এই কথার কোন নড়াচড় হবে না বলেই জানিয়ে দিয়েছে সরকার।

রাস্তা এবং নিকাশি ব্যবস্থা সবটাই খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে থানেতে তার পৈত্রিক বাড়ি রয়েছে। তাই ওই এলাকার রাস্তায় এবং নিকাশি ব্যবস্থায় যাতে কোন অভিযোগ না আসে সেদিকে সর্বদা লক্ষ্য রাখেন তিনি।

সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে নির্মাণ সামগ্রী প্রদান করা হয় কিন্তু তাতে কারচুপি করে ঠিকাদার সংস্থা এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাই নয় সময়ের আগেই কাজ শেষ করা হয় দায় সারাভাবে। এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যদি জরিমানার ব্যবস্থা করা হয় তবে কাজটা অন্তত ভালোভাবে করা হবে। কাজের গুণগত মান বাড়বে। এমনকি রাস্তার সমস্ত গুণগত মান পরীক্ষা করবার জন্য আইআইটি কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃষ্টির সময় যদি রাস্তা প্লাবিত হয় তবে সংশ্লিষ্ট আধিকারিককে তার দায়ভার গ্রহণ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।