সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিলবে ৬০ টা’কা লিটার! পেট্রোল-ডিজেলের দা’ম সস্তা করতে ন’য়া নি’য়’ম আনছে কেন্দ্র

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ে আমজনতার রোষের মুখে কেন্দ্রীয় সরকার। তবে শেষমেষ পেট্রোল-ডিজেলের দাম কমানোর পথে হাঁটছে কেন্দ্র। দীপাবলি উপলক্ষে ইতিমধ্যেই পেট্রোপণ্যের উপর শুল্ক হার কমিয়েছে কেন্দ্র। এবার সরকারের তরফ থেকে এমন এক ব্যবস্থা আনা হচ্ছে যাতে আরো কমতে চলেছে পেট্রোপণ্যের দাম।

পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য এবার স্থায়ী সমাধান খুঁজছে কেন্দ্রীয় সরকার। পরিবহন মন্ত্রীর নীতিন গড়করি জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই সব নতুন গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করা হবে। যারা নতুন যানবাহন কিনবেন তারা এতে উপকার পাবেন। এই জ্বালানি হলো গ্যাসোলিন এবং মিথানল বা ইথানলের মিশ্রণ থেকে তৈরি একটি বিকল্প জ্বালানি।

ফ্লেক্স ইঞ্জিন হল আদর্শ পেট্রোল ইঞ্জিন। তাই এই ইঞ্জিন ব্যবহার করলে প্রতি লিটারে অনেক সাশ্রয় হবে। সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি আরও জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যেই নতুন নিয়ম বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে লিটারপ্রতি ইথানলের দাম 65 থেকে 70 টাকা। তাই নতুন নিয়ম চালু হলে সাধারণের পকেট বাঁচবে।

1 লিটার ইথানল 800 গ্রাম পেট্রোলের মতো কাজ করে। এই বিশেষ ইঞ্জিন বৈদ্যুতিক শক্তি তথা সিএনজি, বায়ো এলএনজি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। পেট্রোলের তুলনায় অনেক কম দূষণ ছড়ায়। তাই আপাতত যানবাহনের জ্বালানির ক্ষেত্রে লিটার প্রতি 60 টাকা খরচ করতে হবে আমজনতাকে। শীঘ্রই সেই ব্যবস্থা করছে কেন্দ্র।