সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রায় ২০০ বছর ধ’রে দিওয়ালি ও নাগ চতুর্থী পা’ল’ন হয় না এই গ্রামে, আছে রহস্য

সদ্য দীপাবলি উৎসব উপলক্ষে মেতে উঠেছিল সারাদেশ। আলোর রোশনাইয়ে ভরে উঠেছিল ভারতবর্ষের প্রতিটি প্রান্ত। ব্যতিক্রম অন্ধ্রপ্রদেশে রণস্থল গ্রাম পঞ্চায়েত এলাকার পোন্নানাপালেম গ্রাম। আলোর রাতেও অন্ধকার থাকে সেই গ্রামে। এই গ্রামের মানুষেরা দীপাবলি উৎসব পালন করতে চান না। অনিষ্টের আশঙ্কায়!

এক বছর দু বছর ধরে নয়, দীর্ঘ প্রায় 200 বছর ধরে ওই গ্রামের মানুষেরা দীপাবলি উৎসব পালন করেন না। এর পেছনে জড়িয়ে আছে কিছু কুসংস্কার, কিছু বিশ্বাস। এই গ্রামের মানুষের বিশ্বাস করেন দীপাবলি উৎসবে তারা যদি আলো জ্বালান তাহলে তাদের গ্রামের কারো না কারো মৃত্যু হবেই।

বেশ কয়েক বছর আগে গ্রামে যখন দীপাবলি উৎসব পালন করা হয়েছিল তখন নাগ চতুর্থীর দিনে সাপের কামড়ে গ্রামের এক শিশু কন্যার মৃত্যু হয়। 200 বছর আগে একই দিনে নাকি অপঘাতে মারা গিয়েছিল গ্রামের দুটি ষাঁড়। এরপর থেকেই কার্যত গ্রামবাসীর মনে প্রবল ভয়ের সঞ্চার হয়। তারা দীপাবলি উৎসব পালন না করার সিদ্ধান্ত নেন। এই নিয়ম আজও পালন হয়ে আসছে।

তবে বর্তমান প্রজন্মের অনেকেই এমন কুসংস্কার মানতে চান না। তারা প্রশ্ন তুলেছেন কুসংস্কারের বিরুদ্ধে। কিন্তু তাতেও ঘটে যায় বিপত্তি। কয়েক বছর আগে গ্রামের একটি পরিবার কারোর কথা না মেনে স্বতন্ত্র ভাবে দীপাবলি উৎসব পালন করেন। সেই বছরই ওই পরিবারের ছেলের মৃত্যু হয়। কাজেই প্রবীণরা আজও তাদের বিশ্বাসে অটল। এরপর আর কারোর সাহস হয়নি দীপাবলি উৎসব পালন করার।