সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে আ’ট’কে থাকা ৩ মহাকাশচারী এবার ফিরবেন পৃথিবীতে, কি বলছে রাশিয়া?

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর চারদিকে প্রদক্ষিণরত একটি বিশালাকৃতির উপগ্রহ বা মহাকাশযান। এটি এমন একটি বাড়ি হিসাবে কাজ করে যেখানে নভোচারী এবং মহাকাশচারীরা থাকেন। স্পেস স্টেশনটি একটি মহাকাশ বিজ্ঞান পরীক্ষাগার।

এটি প্রায় 250 মাইল দৈর্ঘ্যের গড় উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটি 17,500 মাইল প্রতি ঘন্টা বেজে ভ্রমণ করে। এর অর্থ এটি প্রতি 90 মিনিটে পৃথিবীর প্রদক্ষিণ করে। মহাকাশে বাস করা এবং কাজ করা সম্পর্কে আরও জানতে নাসা স্পেস স্টেশনটি ব্যবহার করছে।

নাসা সহ কিছু দেশ 2011 সালে স্পেস স্টেশনটির নির্মাণ কাজ শেষ করেছিল। সূত্রে খবর,বেশকিছুদিন থেকেই এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন রাশিয়ার 3 জন মহাকাশচারী।

আরো খবর: এই শহরে আর অনলাইনে বাইক ট্যাক্সি বুক ক’রা যাবে না! পুরোপুরি নি’ষি’দ্ধ

আগামী মাসের 28 তারিখ তাদের ফিরে আসর কথা ছিল। যান্ত্রিক সমস্যার কারণে এখন সেটি আর সম্ভব না বলে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন।ঘটনায় নড়েচড়ে বসেছে রাশিয়া।

তারা বিলম্ব করতে প্রস্তুত নয়। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে রাশিয়ার মহাকাশ সংস্থা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের 28 তারিখ ফিরিয়ে আনা হবে আটকে থাকা 3 মহকাশচারীদের।