সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৪ টি মোবাইল মেসেঞ্জার App বন্ধ করলো কেন্দ্রীয় সরকার, জানুন বিশদে

আবারও ১৪ টি ম্যাসেঞ্জার অ্যাপ বন্ধ করতে চলেছে কেন্দ্র। এর আগে Tiktok, PUBG ,Free fire এর মত জনপ্রিয় অ্যাপ গুলি বন্ধ করেছে মোদী সরকার। এই অ্যাপ গুলি চীনের সংস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল।

দেশের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ করা হয়েছিল অ্যাপ গুলি। ভারতকে সন্ত্রাসবাদ মুক্ত করতেই এই উদ্যোগ।

এই ১৪ টি অ্যাপের বিরুদ্ধে অভিযোগ এগুলি পাকিস্তান থেকে বার্তা গ্রহণ করে সেই বার্তা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হত।

আরো খবর: মাধ্যমিক পাস হলেই ১০ হাজার টা’কা স্কলারশিপ দেবে সরকার! কিভাবে আবেদন করবেন?

এই অ্যাপ গুলি হল ক্রিপভাইসার, এঞ্জিমা, সেফসইউস, উইক্রমি, মিডিয়াফায়ার, ব্রায়ার, বি চ্যাট, নাদবক্স, কনিয়ন, আই এম ও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জ্যাঙ্গি ও থ্রিমা ।