সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই জেলাতে ভা’রী তুষারপাতের সম্ভাবনা, আজ থেকে ফের দা’প’ট দেখাতে শুরু করবে শীত

যার শেষ ভালো তার সব ভালো, কারণ ইতিমধ্যেই রাজ্য থেকে বিদায় নিয়েছিল শীত। তবে এবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে ফিরে আসতে চলেছে শীত। ২-৩ দিন জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্য থেকে বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্জা, যার কারণেই উত্তরের হাওয়ার পথে আর কোনো বাধা থাকল না বলেই জানা যাচ্ছে।

তবে এবারের শীত বেশিদিন স্থায়ী হবে না, আপাতত শীতের মেয়াদ শেষের দিকেই বলতে হবে। শীত পিপাসু মানুষদের জন্য খারাপ খবর হলেও, আগামী ৩-৪ দিন খুবই উপযোগী বলেই মনে হচ্ছে। শেষ বেলায় শীতের এই দাপুটে ভূমিকায় ফিরে আসা নিয়ে দারুণ উৎসাহ দেখাচ্ছে রাজ্যবাসী।

গতকালের থেকে আজ কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও নিচের দিকে।১২-২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে আজ কলকাতার বুকে। এখানেই শেষ নয়, আরো নামবে শীতের পারদ। আর সেই কারণেই তাপমাত্রা আরো নিন্মগামী হবে বলেই জানা যাচ্ছে। শীতের মেয়াদ বেশীদিন না থাকলেও আগামী কয়েকদিনে তা পুষিয়ে দেবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের কথা যদি বলতে হয়, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং , কালিংপং, সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সাথে সাথে তাপমাত্রা নিন্মমুখী হবে বলেই জানা যাচ্ছে।