সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিক পাস হলেই ১০ হাজার টা’কা স্কলারশিপ দেবে সরকার! কিভাবে আবেদন করবেন?

এই মাসের তৃতীয় সপ্তাহেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। শীগ্রই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হবে। মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সেজন্য রয়েছে বেশ কিছু স্কলারশিপের সুবিধা। এগুলির মধ্যে অন্যতম হল “নবান্ন স্কলারশিপ” (Nabanna Scholarship) এবং “উত্তরকন্যা স্কলারশিপ” (Uttarkanya Scholarship) ।

কারা পাবেন এই স্কলারশিপ ?

এই স্কলারশিপ পেতে হলে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে ৬৫ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে স্নাতকস্তরের যে কোনো শাখায় ৫৫ শতাংশ নম্বর পেলে নবান্ন স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে।

কত টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে?

নবান্ন স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর কমপক্ষে ১০,০০০ টাকা পাবেন পড়ুয়ারা। যদিও বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে স্কলারশিপে টাকার পরিমান বাড়তে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য-

১) নবান্ন স্কলারশিপের আবেদনপত্র, ২) সেলফ ডিকলারেশন ৩) উক্ত পরীক্ষার মার্কশিট, ৪) কোনো সরকারি গেজেটেড অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট, ৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ, ৬) পাসপোর্ট সাইজের ছবি, ৭) এলাকার বিধায়কের কাছ থেকে প্রাপ্ত শংসাপত্র ।

কীকরে আবেদনের করতে হবে?

প্রথমে www.wbcom.gov.in-এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে ঐ আবেদনপত্রটি নবান্ন অথবা উত্তর কন্যা অফিসে গিয়ে জমা করতে হবে।