সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার স্কুলে চাকরির বি’রা’ট সুযোগ, বহু শূন্যপদ ও মো’টা বেতন

ডিএভি পাবলিক স্কুলে মোটা টাকার পারিশ্রমিকের বদলে বহু চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শতাধিক শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। পোস্ট গ্রাজুয়েট শিক্ষ,ক ট্রেনিং গ্যাজুয়েট শিক্ষক, প্রাইমারি শিক্ষক, লাইব্রেরিয়ান এবং নন টিচিং স্টাফ সহ একাধিক পদে শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, হিন্দি, বাণিজ্য, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, শারীরিক শিক্ষা, অঙ্কনে PGT শিক্ষক, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান, হিন্দি, সংস্কৃত, বাংলা, কম্পিউটার বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা এবং শারীরিক শিক্ষায় TGT শিক্ষক, প্রাথমিকে ইংরেজি, বিজ্ঞান, গণিত, ইভিএস/সামাজিক বিজ্ঞান, হিন্দি, সংস্কৃত, বাংলা, কম্পিউটার বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য, চারুকলা, শারীরিক শিক্ষা, সুস্থতা শিক্ষক, বিশেষ শিক্ষাবিদ, গ্রন্থাগারিক এবং নন-টিচিং পোস্টে এলডিসি, ইউডিসি, সহকারী, ফন্ট অফিস সহকারী/ রিসেপশনিস্ট, নেটওয়ার্ক সহকারী, নার্স, ল্যাব সহকারী, লাইব্রেরি সহকারী, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

D A V PUBLIC SCHOOL KANYAPUR ASANSOL BURDWAN WEST BENGAL - The Learning  Point

পিজিটি শিক্ষকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রী সঙ্গে B.Ed এবং তার সঙ্গে CBSE/ICSE-এর সিনিয়র সেকেন্ডারি ক্লাসে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। TGT পোস্টে আবেদন করার জন্য কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর সঙ্গে B.Ed এবং যেকোনো মাধ্যমিক বিদ্যালয়ে (CBSE/ICSE) ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গীত অথবা নৃত্য শিক্ষক পদের জন্য আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বা নৃত্যে স্নাতক হতে হবে। পেইন্টিংয়ের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BFA/BVA থাকতে হবে। শারীরিক শিক্ষার জন্য স্বীকৃত বোর্ড থেকে B.P.Ed/M.P.Ed করতে হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষক পদের জন্য কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতক সঙ্গে B.Ed এবং ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা (CBSE/ ICSE স্কুলে) থাকতে হবে। মনোবিজ্ঞান শিক্ষক পদের জন্য মনোবিজ্ঞানে স্নাতক/ স্নাতকোত্তর বা চাইল্ড ডেভেলপমেন্টে স্নাতকোত্তর বা কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিংয়ে ডিপ্লোমা সহ স্নাতক/ স্নাতকোত্তর থাকতে হবে। লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ সম্পর্কে বিশদে জানতে www.davwbzone.org এই ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।