সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইনেই পরীক্ষা নি’তে হ’বে! RBU-তে এসে উপাচার্যের দরজায় লাথি মে’রে বি’ক্ষো’ভ পড়ুয়াদের

অনলাইন পরীক্ষার দাবিতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার দাবি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আগামী 18 মে অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু এত কম সময়ের মধ্যে অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যাবে না বলে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।

এদিন সকাল থেকেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। উপাচার্যের ঘরের দরজায় লাথি মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

আরো পড়ুন: গরমের ছুটিতেও পড়ুয়ারা মিড ডে মিল পাবে, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

বিভিন্ন বিশ্ববিদ্যালয় বর্তমানে অনলাইনে পরীক্ষা নিলেও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে বিক্ষোভ প্রকাশ করছেন পড়ুয়ারা।

পড়ুয়াদের দাবি তারা অফলাইনে পরীক্ষা দেবেন না। অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষা নিতে হবে বলে দাবি করতে থাকেন তারা। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভের জেরে।

উপাচার্যের ঘরের সামনে রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। লাথি মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এদিন মাস্ট না পরেই উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হতে থাকে।

এত কম সময়ের মধ্যে তারা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন? এই যুক্তি দেখিয়ে পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে নেওয়ার দাবি তুলতে থাকেন তারা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়েও অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।