সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমের ছুটিতেও পড়ুয়ারা মিড ডে মিল পাবে, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

টানা ৪৫ দিন গরমের ছুটি দেওয়া হয়েছে, যার কারণে মিড ডে মিল বন্ধ,তবে এই মিড-ডে-মিল বন্ধ থাকার কারণে কিছু হতদরিদ্র পড়ুয়ারা সমস্যার মুখে পড়েছে বলে জানা যাচ্ছে।

তাই এবার রাজ্য সরকারের তরফ থেকে কোভিড কালীন পরিস্থিতির মতোই সমস্ত পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল। অতিমারির সময়ও যেভাবে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে পড়ুয়াদের কাছে, এবারও ঠিক সেই পথ অবলম্বন করা হচ্ছে।

কোভিডের সময় স্কুল বন্ধ থাকলেও শিক্ষকরা পড়ুয়াদের কাছে পৌঁছে দিয়েছিল মিড ডে মিলের সামগ্রী।এবারও সেই ধাঁচেই মিড ডে মিল দেওয়া হবে সমস্ত পড়ুয়াদের। গতকাল মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে।

আরো পড়ুন: ট্রেন শিয়ালদহ পৌঁছানোর আগেই গায়েব মন্ত্রী ও তার কন্যা, গেলেন কো’থা’য় তারা?

সেই নির্দেশিকায় উল্লেখ করা রয়েছে, আগামী ২৫ মে থেকে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করতে হবে পড়ুয়াদের মধ্যে। এই নির্দেশিকা জেলাশাসক, জিটিএ’র অধিকর্তা (GTA), শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদ সবাইকে নির্দেশিকা দেওয়া হয়েছে।

তবে হ্যা এখন প্রশ্ন আসতে পারে কি পরিমানে দেওয়া হবে খাদ্য সামগ্রী? তবে সে নির্দেশিকায় এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, করোনা অতিমারির সময় যে পরিমাণে দেওয়া হয়েছে এবারও তার অন্যথা হবে না।

২ কিলো চাল, ২ কিলো আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল ও একটি সাবান পাবে ছাত্রছাত্রীরা। তবে এখানে মিড ডে মিলের প্রকল্প অধিকর্তা জানিয়েছেন, আলুর দাম সরকারের তরফ থেকে মেটানো হবে।

কারণ বেশীরভাগ সময়ই দেখা যায় বহু স্কুল এমন রয়েছে যারা কিনা আলু কিনে ছাত্র-ছাত্রীদের দিয়ে থাকে। এতে দামের হেরফের ঘটে অনেকটাই। তাই সেটা যাতে না ঘটে তাই এই সিদ্ধান্ত।