সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাইকের সঙ্গে গাড়ির সং’ঘ’র্ষ, সন্তান কোলে নিয়ে ছি’ট’কে পড়লেন মা, এরপর যা হলো…

আমাদের অনেক ভুলের জন্য আমাদের অনেক বেশি মাসুল দিতে হয় প্রায়ই। আমরা ভাবি ও কিছু হবে না কিন্তু কিছু হওয়া টা আমাদের হাতে আর থাকে না, আর যা হওয়ার সেটা হয়ে যাওয়ার পর আর ঠিক করা যায়না। এই যেমন একটি বিষয় হলো নিয়ম অনুযায়ী প্রত্যেক বাইক চালকের ও সহ যাত্রীর উভয়ের মাথাতেই হেলমেট থাকা মাস্ট। কিন্তু এমন অনেক মানুষকেই রাস্তায় বেরোলে দেখা যায় বিনা হেলমেটে অবলীলায় বাইক দৌড়াচ্ছেন।

আর অধিকাংশ পথ দুর্ঘটনা এই কারণেই হয়ে থাকে। যেমন ঘটেছে পুনের জুন্নর এলাকায় বেলহে-জেজুরি হাইওয়েতে যে টি-পয়েন্ট রয়েছে সেখানে। এই বুধবার এক বাইক আরোহী তার সাথে তার স্ত্রী সন্তানকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু হটাৎ করেই তাদের সামনে একটা গাড়ি এসে যায় আর বেশ জোরেই ধাক্কা লাগে।

ওই বাইক আরোহী নিজেকে সামলে নিলেও তার স্ত্রী এবং বাচ্চা লাফিয়ে ছিটকে পড়ে রাস্তার মধ্যে। সেই মহিলা তার বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে পরে যান যাতে না তার বাচ্চার লাগে। খুব অল্পের জন্য রক্ষা পায় তারা। পাশে কোনো গাড়ি এসে গেলে আর তাদের হয়তো বাঁচানো যেত না। তার উপর তাদের মাথায় কারোরই কোনো হেলমেট ছিল না।

আরো পড়ুন: ফ্লিপকার্টে শপিংয়ের খ’র’চ বাড়লো, গ্রাহকদের প’কে’টে এবার এক্সট্রা চা’প

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই মহিলা এবং সন্তান কারও গুরুতর আঘাত লাগেনি। দু’জনেই সুস্থ রয়েছেন। কিন্তু এটা তো ভাগ্য সাথ দিয়েছিল তাই নাহলে যা হতে পারত সেটা কি ওরা আদৌ কল্পনা করতে পেরেছিল? আর এই জন্যই বলা হয় সময় থাকতে সাবধান হন। কারণ নিজের জীবনে কিছু খারাপ ঘটে গেলে তখন আর কিছু করার থাকে না।

আর এই পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। নেটমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ভিডিয়োটি। যাতে মানুষ একটু বেশি সতর্ক হয়। আরো বেশি সাবধানী হয়।