সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফ্লিপকার্টে শপিংয়ের খ’র’চ বাড়লো, গ্রাহকদের প’কে’টে এবার এক্সট্রা চা’প

যতদিন যাচ্ছে মানুষ কোনো জিনিসপত্র কিনতে হলে আর মার্কেট অবধি যেতে চান না। নিজেদের ফোনে থাকা বিভিন্ন শপিং সাইট গুলো থেকেই শপিং করে নেয়। এতে সময় অনেকটাই বাঁচে সাথে জিনিসের উপর ভারাইটিও বাড়ে। আর এই শপিং সাইটগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো ফ্লিপকার্ট। পর্যাপ্ত দামে অনেক অপশন নিয়ে হাজির থাকে ফ্লিপকার্ট।

৫০০ টাকার ওপর শপিং করলেই বিনামূল্যে ডেলিভারী দেওয়া হয়। আর ৫০০ এর কম হলে ৪০ টাকা অতিরিক্ত শিপিং চার্জ দিতে হয়। আবার যদি ফ্লিপকার্ট এর প্লাস মেম্বার হাওয়া যায় তাহলে ৫০০ টাকার কম টাকার কিনলেও বিনামূল্যে ভেলিভারি পাওয়া যায়। আর এই সুবিধে নিয়ে সাধারণ মানুষও শপিং করতে গিয়ে সময় নষ্ট না করে বাড়িতে বসেই কাজ সেরে নেয়।

কিন্তু সম্প্রতি ফ্লিপকার্ট থেকে একটি বড়ো সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এখন থেকে নাকি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিলে ৫ টাকা করে হ্যান্ডলিং চার্জ দিতে হবে গ্রাহকদের এমনটাই শুরু করেছেন এই সংস্থা। অর্থাৎ আগের নিয়ম গুলি তো থাকছেই সাথে কোড করলে ৫ টাকা অতিরিক্ত দিতে হবে। কিন্তু এই চার্জ টা লাগবে না যদি অনলাইনে পেমেন্ট করা হয়।

আরো পড়ুন: কার্তিক পূর্ণিমায় হ’বে চন্দ্রগ্রহণ, সবদিক থেকে এই ৪ রা’শি’র ভা’গ্য খু’লে যাবে!

এখন বেশিরভাগ মানুষ অনলাইনেই পেমেন্ট করে থাকেন। আর এই অনলাইনে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ইউপিআই। ফ্লিপকার্ট – এ সব অনলাইন মাধ্যম গুলো থেকেই পেমেন্ট করার অপশন থাকে তবে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে অনলাইন শপিংয়ের সময় পেমেন্ট পদ্ধতি হিসাবে শীর্ষে উঠে এসেছে ইউপিয়াই অ্যাপ।

তাই যাদের এই অনলাইন মাধ্যম গুলো রয়েছে তারা এই অতিরিক্ত চার্জ থেকে রেহাই পেতে অনায়াসেই অনলাইনে পেমেন্ট করতে পারেন। আর যারা এর পরেও কোড এর মাধ্যমেই প্রডাক্ট নিতে চান তাদের বহন করতে হবে অতিরিক্ত ৫ টাকা। এবং এই নিয়ম এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্ট – এ।