Home অফবিট নতুনের মতোই তুলতুলে ও মোলায়েম থা’ক’বে লেপ এবং কম্বল-সোয়েটার! শীতবস্ত্র তু’লে রা’খা’র...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুনের মতোই তুলতুলে ও মোলায়েম থা’ক’বে লেপ এবং কম্বল-সোয়েটার! শীতবস্ত্র তু’লে রা’খা’র আগে রইলো টিপস

শীতের সময়ে লেপকাথা একেবারে বন্ধুর মতো, শীত বলতেই লেপ,কাঁথা। ঠান্ডার জোরালো হাত থেকেই রক্ষা করে এই লেপ অথবা কাঁথা। বলতে গেলে এখন ঠান্ডা প্রায় চলেই যাচ্ছে, এখন শীতবস্ত্রের মতো কম্বল কেউ টাটা বাইবাই জানাতে হবে। আসছে বছর যাতে এগুলোই সুন্দর ভাবে আবার ব্যবহার করা যায় সেরকম ভাবেই সুন্দর করে রাখতে হবে।

এবং এই সুন্দর করে রাখার জন্য জানতে হবে কয়েকটি উপায়। কোনভাবে যদি এই শীতবস্ত এবং কম্বলকে দলা পাকিয়ে রাখা হয় তাহলে কিন্তু কখনোই সেটা ভালো হবে না, এছাড়াও ভালো তো হবেই না বরং কিছু বছরের মধ্যে তা নষ্ট হয়ে যাবে। এই প্রতিবেদনে আমরা এই সমস্ত শীতবস্ত্রসহ কম্বল, কাঁথা কিভাবে গুছিয়ে রাখবেন সঠিক নিয়মে তা নিয়েই চলে এসেছি।

এই প্রতিবেদনে আমরা আলোচনা করব লেপ, কাঁথা, কম্বল তুলে রাখার সঠিক পদ্ধতি গুলো। এতদিন সোয়েটার ব্যবহার করা হয়েছে সেই কারণে সোয়েটারগুলো তুলে রাখার আগে প্রথমেই সেটাকে ভালো করে কেঁচে নিন। কাঁচার জন্যই কোন ডিটারজেন্ট ব্যবহার করবেন না, করবেন কোন শ্যাম্পু অথবা কোন লিকুইড ডিটারজেন্ট।

আরো খবর: মিমি কে? নিজের বা’য়ো’পি’ক নিয়ে খুঁত’খুঁ’তে নন্দিনী দিদি!

এরপরে কাঁচা হয়ে গেলে সেগুলো দু-তিন দিন ধরে রোদে শুকান এবং শুকিয়ে ন্যাপথলিন দিয়ে সেগুলোকে তুলে রাখুন। লেপ তুলো দিয়ে তৈরি সেই কারণেই লেপকে কখনোই ধোয়া উচিত না বরং ভালো করে রোদে দেওয়া উচিত।

লেপে কভার দিয়ে ব্যবহার করা হয় সেই কারণেই লেপকে তুলে রাখার আগে কভারকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর ল্যাপথলিন দিয়ে সেটাকে তুলে রাখুন।

মূলত কম্বলকে ড্রাই ওয়াশ করলেই চলে। এছাড়া ড্রাই ওয়াশ করার বদলে বাড়িতে শ্যাম্পু দিয়ে আধ ঘন্টা কম্বলকে জলে ভিজিয়ে রেখে তুলে রাখার পর, রোদ খাইয়ে তারপর ভাঁজের মধ্যে ন্যাপথলিন দিয়ে সেগুলোকে তুলে রাখুন।