সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনের ভূমিকম্পের ভিডিও দেখলে ভ’য় পেতে বা’ধ্য আপনি, খেলনার ম’তো দু’ল’ছে বাড়িঘর

দক্ষিণ-পূর্ব চিনের সিচুয়ান প্রদেশে গত সোমবার ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যার তীব্রতা ছিল ৬.৮। এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেই মুহুর্তে সিচুয়ান প্রদেশে সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতির। হঠাৎই ব্যাপক জোরে জোরে দুলতে শুরু করে রাস্তায় দাঁড়ানো গাড়ি, গাছ এবং বড় বড় বাড়িগুলি। দেখে মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে।

শুধু তাই নয়, ভয়াবহ কম্পনে ভেঙে পড়ছিল বহু বাড়ি । আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করছিলেন লোকজন। এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৬৫ জন মানুষ। শত শত মানুষ আহত হয়েছে। কয়েক মুহুর্তের সেই কম্পনের ভয়ানক দৃশ্য প্রকাশ্যে আসতে ই নেট দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়ানক সেই ভূমিকম্পের দৃশ্য ধরা পড়েছে একটি গাড়ির ড্যাশক্যামে।

ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে গাড়িটি হঠাৎই থেমে যায়। সেখানেই রেকর্ড হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার দু’পাশের বাড়িগুলি খেলনার মতো দুলছে। গাছগুলিকে দেখে মনে হচ্ছে যেন তাদেরকে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। তখন চারদিকে খালি আতঙ্কিত মানুষদের চিৎকার। তারা প্রাণভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত ছিল।

আরো পড়ুন: একজন মানুষ কতদিন ঘুম ছা’ড়া বাঁ’চ’তে পারেন?

সিচুয়ান প্রশাসন জানিয়েছে, ২০১৭-র পর এটি এখানকার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। ২০১৭ সালে তীব্রতা ছিল ৭। সিচুয়ান প্রদেশ পাহাড়ের উপর হওয়ায় বিশেষত সেখানকার পশ্চিম অংশে প্রায়শই কম তীব্রতার ভূমিকম্প হয়। সোমবার কম্পনের তীব্রতা অত্যন্ত বেশি থাকায় উৎসস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে চেংডু শহরেও তা উপলব্ধ হয়েছে।