সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্ব রেকর্ড: নতুন বছরের প্রথম দিনে ৬০ হাজার শিশুর জ’ন্ম হয়েছে ভারতে, চীনকে দি’লো টে’ক্কা

তথ্য: নিউজ ১৮ বাংলা

নতুন বছরের প্রথম দিন প্রায় ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে ভারতে। বছরের প্রথম দিনেই এক বিশ্বরেকর্ড গড়ল ভারত। UNICEF এর New Born Baby-র গ্লোবাল রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। ভারতের পর রয়েছে চিন, নাইজেরিয়া ও পাকিস্তানের নাম। তবে ২০২১ সালে আরও ৭ হাজার ৩৯০ জন শিশু বেশি জন্মগ্রহণ করে ছিল ভারতে।

UNICEF এর রিপোর্টের ভিত্তিতে এই বছর ১ জানুয়ারিতে চিনে জন্মগ্রহণ করেছে প্রায় ৩৫ হাজার ৬১৫টি শিশু। অর্থাৎ ভারতের পরেই রয়েছে চিনের স্থান। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের অর্ধেক শিশুর জন্ম হয়েছে চিনে। একই দিনে বিশ্বে প্রায় ৩ লক্ষ ৭১ হাজার, ৫০৪টি শিশুর জন্ম হয়েছে। যার মধ্যে ৫২ শতাংশ শিশুর জন্ম হয়েছে মাত্র ১০টি দেশে। বছরের প্রথম দিনে কোন দেশে কত শিশু জন্ম গ্রহণ করল চলুন এক নজরে সেই হিসাব দেখে নেওয়া যাক।

ভারত – ৫৯,৯৯৫
চিন – ৩৫,৬১৫
নাইজেরিয়া – ২১,৪৩২
পাকিস্তান – ১৪,১৬১
ইন্দোনেশিয়া – ১২,৩৩৬
ইথিওপিয়া – ১২০০৬
মার্কিন যুক্তরাষ্ট্র – ১০৩১২
মিশর – ৯,৪৫৫
বাংলাদেশ – ৯,২৩৬
কঙ্গো গণতান্ত্রীক প্রজাতন্ত্র – ৮, ৫৪০

বিশ্বজোড়া নবজাতকদের স্বাগত জানিয়ে UNICEF এর পক্ষ থেকে হেনরিয়েটা ফোর বলেন এই সদ্যোজাত শিশুরা আগের তুলনায় অনেকটাই আলাদা। এই অতিমারি আবহতেই তাদের জন্ম। তাই এই সদ্যো ভূমিষ্ট হওয়া শিশুদের জন্য বিশ্বকে আরও নিরাপদ, সুন্দর স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তোলার কথা তিনি বলেছেন সকলকে।

জনসংখ্যার নিরীখে চিনের স্থান রয়েছে প্রথম। আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত ২০৩০ সালের মধ্যেই চিনকে ছাপিয়ে যেতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে ভারতে ২০২১ সালে জন্ম নেওয়া শিশুদের গড় আয়ু ৮০ বছরের বেশি হওয়ার কথা। জন্মের পর প্রায় ১ হাজার শিশুকে নিউবর্ন কেয়ার ইউনিটে রাখা হয়েছে।