সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার শেয়ার বা’জা’রে IPO ছাড়তেই কোটিপতি ভারতীয় সংস্থার ৫০০ ক’র্মী

‘Freshworks’ নামক সংস্থাটি ১১ বছর আগে তৈরি হয়েছিল। এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়াতে। সংস্থার প্রতিষ্ঠাতা গিরীশ মাথ্রুবুথাম। এই সংস্থা মূলত সফটওয়্যার নিয়ে কাজ করে। সম্প্রতি New York -এর শেয়ার বাজারে Nasdaq (National Association of Securities Dealers Automated Quotations) নামক stock market IPO (Initial Public Offering) ছেড়েছে। আর তার পরেই সংস্থার শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে ৩২ শতাংশ।

এর কারণেই সংস্থার বাজারমূল্যের পরিবর্তন ঘটে। বাজারমূল্য বেড়ে যাওয়ায় এই ভারতীয় সংস্থার ৫০০-র বেশি কর্মী রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। এই ঘটনার পরেই সংস্থার প্রতিষ্ঠাতা ও তাঁর সহযোগী শন কৃষ্ণস্বামী সংস্থার গ্রাহক, বিনিয়োগকারী, সহযোগী এবং সর্বোপরি কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যুইট করে সংস্থার প্রতিষ্ঠাতা মাথ্রুবুথাম বলেন যে এই পরিবর্তনই ছিল তাঁর স্বপ্ন। এত দিনে সেই স্বপ্ন পূরণ হতে দেখে সত্যিই আজ ভীষণ খুশি হয়েছেন। এত অল্প সময়ে এতটা পরিবর্তন হয়তো সেভাবে আশা করেননি তিনি। কিন্তু এই কৃতিত্বের জন্য আজ তিনি খুব গর্ববোধ করছেন। সংস্থাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সংস্থার সব গ্রাহক, বিনিয়োগকারী ও কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।