সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসানসোলে জিতেছেন, উন্নয়নের কা’জ কি করবেন? কো’থা’য় থাকবেন? উত্তর দিলেন শত্রুঘ্ন সিনহা

বাম জমানা থেকেই এই আসানসোল তৃণমূলের হাতের বাইরেই থেকেছে, বারবার খালি হাতে ফিরে আসতে হয়েছে তৃণমূলকে। কত বার কত চেষ্টা করেও হয়ত তারা তাদের আশা পূরণ করতে পারে নি।

তবে এবার বাবুল সুপ্রিয় দল বদল করাতেই আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার হাত ধরেই এবার তৃণমূল তাদের মনের আশা পূরণ করল। আসানসোল শেষ পর্যন্ত তারা ফিরে পেল।

তবে শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিয়ে সংবাদমাধ্যমকে জানালো, আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচনে গেম চেঞ্জার হবে মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন: শ্রীলঙ্কা: চা রপ্তানির বাজারে স’ঙ্ক’ট, বি’রা’ট সু’যো’গ ভারতের কাছে

এই শত্রুঘ্ন সিনহার হাত ধরেই আসানসোল নিজেদের করে ফেরত পেল তৃণমূল। শুধু জয় নয়, এ যেন বিশাল জয়। বিশাল রেকর্ডের ব্যবধানে তৃণমূল এবার জয়লাভ করল।

এতবড় জয়, এতবড় ব্যবধানে এর আগে কেউ জেতে নি। অবশ্যই এই জয় মানুষের আশীর্বাদ বলেই অভিহিত করেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেছেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে সমর্থন করেছে।

সত্যি আমরা ইতিহাস সৃষ্টি করেছি, এতবড় জয় মানুষের আশীর্বাদ ছাড়া অসম্ভব। এই জয়ে আবার অবদান সবথেকে কম। যার অবদান রয়েছে সেটা কেবল তৃণমূল কংগ্রেসের।

আরো পড়ুন: পাকিস্তানের জেলে ১২ বছর ব’ন্দি থাকার পর দেশে ফিরলেন “মৃ’ত” যুবক

দলের সমস্ত কর্মীরা কাজ করেছেন, নিজেদের মতো অবদান এদের আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সবথেকে বেশী।

তিনি তার বিরোধী শিবিরের কথাও উল্লেখ করেছেন, তিনি বলেন, আমি তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কখনো বিরোধী প্রার্থীর নাম নেই নি। এই লড়াই কিন্তু তার বিরুদ্ধে নয়। এই লড়াই এক আদর্শের সাথে আরেক আদর্শের।