সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহিলারা ট’প’লে’স, পুরুষেরা পড়লেন অ’ন্ত’র্বা’স! অ’ভি’ন’ব কা’য়’দা’য় প্র’তি’বা’দ মিছিল জার্মানিতে

এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো জার্মানি। সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার জার্মানির এই প্রতিবাদের সাক্ষী থাকলো সম্পূর্ণ বিশ্ব। প্রতিবাদের মঞ্চ হিসেবে প্রতিবাদকারীরা বেছে নিয়েছিলেন জার্মানির খোলা রাস্তা। যে রাস্তার উপর পুরুষ-মহিলা নির্বিশেষে সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেছিলেন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানানোর জন্য। এই র‍্যালিতে অংশগ্রহণকারী মহিলারা সবাই ছিলেন টপলেস এবং পুরুষরা পরেছিলেন মহিলাদের অন্তর্বাস।

ইন্টারনেটে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। জার্মানির খোলা রাস্তার উপর দিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে চলেছেন পুরুষ-মহিলারা। মহিলাদের উর্ধাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। অপরপক্ষে পুরুষেরা পরে রয়েছেন ব্রা! দৃশ্য দেখে চমৎকৃত নেটিজেনরা। হঠাৎ কেন এই প্রতিবাদ? জানার জন্য পিছিয়ে যেতে হবে কয়েকটা দিন আগে। জার্মানির একটি পার্কে দুই সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক মহিলা। পার্কে ঢোকার সময় তার পরনে ছিল সুইমিং স্যুট।

পার্কে নিরাপত্তারক্ষীরা সেই সময় তাকে বাধা দেননি। তবে পার্কে প্রবেশের ঠিক পরপরই সান বাথ নেওয়ার সময় যখন তিনি তার উপরের টপ খুলে রাখেন তখনই নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাকে বাধা দেন। তাদের বক্তব্য ছিল এই ভাবে পার্কে মহিলারা অনাবৃত অবস্থায় থাকতে পারবেন না। নিরাপত্তারক্ষীরা বারংবার তাকে বুক ঢেকে ফেলার নির্দেশ দেন। সেই সময় মহিলার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের জোর তর্ক বাধে।

পার্কে পুরুষেরা যদি উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় ঘোরাফেরা করতে পারেন তাহলে মহিলারা পারবেন না কেন? প্রশ্ন তুলেছিলেন ওই মহিলা। তবে নিরাপত্তা রক্ষীরা তার কোনো কথাই শোনেন নি। অগত্যা পার্ক থেকে বেরিয়ে যান ওই মহিলা। তবে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। যার প্রতিবাদে এদিন বার্লিনের রাস্তায় অভিনব প্রতিবাদ মিছিল বের করেন পুরুষ এবং মহিলারা। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এমন প্রতিবাদ এর আগে কখনো দেখেনি বিশ্ব।