সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানযাত্রীদের জন্য ন’য়া নিয়ম জা’রি কেন্দ্রের, সা’থে রা’খা যা’বে মাত্র একটি হ্যান্ডবাগ

বিমান যাত্রা করতে গেলে এবার থেকে সঙ্গে একটিমাত্র হ্যান্ডব্যাগ রাখা যেতে পারে। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে এই মর্মে একটি নতুন নিয়ম জারি করা হলো। এই নির্দেশিকায় জানানো হয়েছে দেশের সব বিমানবন্দরে একটি হ্যান্ডব্যাগ রাখার নিয়ম আরোপ করা হচ্ছে। এর ফলে যাত্রীদের কি প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফ থেকে এই মর্মে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

তবে এই নিয়ম কেবলমাত্র ভারতবর্ষের সমস্ত আভ্যন্তরীণ বিমানযাত্রার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। নির্দেশিকার সঙ্গে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বিসিএএস এ ভি এস ই সি এর নয়া সার্কুলার অনুযায়ী যে কোন প্যাসেঞ্জার এবার থেকে একটি করে হ্যান্ড ব্যাগ ব্যবহার করতে পারবেন। তবে তার থেকে বেশি ব্যবহার করতে পারবেন না। মহিলাদের ক্ষেত্রে একটি ছাড়া আর কোনো হ্যান্ড ব্যাগ ব্যবহার করা যাবে না।

প্যাসেঞ্জাররা একটির বেশি হ্যান্ড ব্যাগ ব্যবহার করছেন এমন অভিযোগ বহুবার উঠেছে। তবে এই নতুন নিয়মের ফলে এবার থেকে আর প্যাসেঞ্জাররা তা করতে পারবেন না। বিমানে ওঠার আগে যাত্রীদের কাছে হান্ডবাগ রয়েছে কিনা তা দেখার দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের উপর বর্তায়। গাইড প্যাক সহ বাকি জিনিসগুলির উপর নজর রাখবে বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের সমস্ত এয়ারলাইন্সকে এই নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মের অন্যথা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে।

প্রত্যেকের টিকিটের এই বিষয়টি উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে। কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে এবার থেকে বিমানবন্দরগুলিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি বিমানবন্দরের চেকইন কাউন্টারেরসহ সমস্ত জায়গায় বড় বড় হোল্ডিং, ব্যানার এবং প্ল্যাকার্ডে এই নিয়ম লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।