সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“Wine কোনো ম’দ নয়”, শিবসেনা নেতার ম’ন্ত’ব্যে বি’ত’র্কে’র ঝ’ড়

মহারাষ্ট্রের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের মতে ওয়াইন মদ নয়। শিবসেনার এই নেতার ওয়াইন বিক্রি নিয়ে ঠাকরে প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েই এই মন্তব্য। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যে ওয়াইনের জন্য আর শুধুমাত্র মদের দোকানের উপর নির্ভর করতে হবে না। সুপার মার্কেট বা নির্দিষ্ট দোকানগুলি থেকেই ওয়াইন কেনা যাবে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মন্ত্রিসভা বৃহস্পতিবার এই নতুন নিয়মে সম্মতি দিয়েছে। এই মুহূর্তে রাজ্যে ফল, ফুল এবং মধু ওয়াইন তৈরিতে ব্যবহৃত হয়। কৃষকদের লাভের জন্যই এই পদক্ষেপ বলে মহারাষ্ট্র সরকারের তরফে দাবি করা হয়েছে।

তবে বিরোধীরা ঠাকরে সরকারের এই দাবিকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী Devendra Fadnavis এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন, “মহারাষ্ট্রকে ‘ওয়াইন স্টেট’ বা ‘মদ্য রাজ্য’-এ পরিণত করার চেষ্টা হলে তা সহ্য করা হবে না।” এই প্রসঙ্গে তিনি একটি টুইটও করেছিলেন।

সেখানে এই বর্ষীয়ান নেতা বলেন, “পেট্রোল ডিজেলের থেকে অ্যালকোহল সস্তা।” অন্যদিকে, উদ্ধব ঠাকরে সরকারের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন BJP মন্ত্রী Sudhir Mungantiwar। এমনকী, তিনি তীব্র কটাক্ষের সুরে বলেছিলেন, “সরকার যদি কৃষকদের বিষয়ে এতটাই চিন্তিত সেক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকে চায়ের বদলে ওয়াইন দেওয়া হচ্ছে না কেন”।