সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভালোবাসার খোঁ’জে ডেটিং App-এ, অন্যকিছুই খুঁ’জে পেলেন, যুবকের জী’ব’ন বদলে গেল

অঞ্জন দত্তের বেলা বোসকে মনে আছে নিশ্চয়ই প্রেমিক চাকরি না পাওয়ায় বেলা বোস অন্যত্র বিয়ে করে নিয়েছিল পরিবারের চাপে। কিন্তু এক্ষেত্রে ঠিক ব্যাপারটা আলাদা প্রেমিকার বদলে মিলে গেল চাকরি। প্রেমিকা খুঁজে একটি একাউন্ট খুলেছিলেন এক যুবক কিন্তু সেখানে গিয়ে প্রেমের বদলে তিনি চাকরি পেয়ে গেলেন।

সেই কথাই ভাগ করে নিয়েছেন তিনি তার টুইটার একাউন্টে। বেশ কয়েকদিন অ্যাপে একটি ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল বানিয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি তার নাম আদনান। ওই ডেটিং অ্যাপ গিয়ে কয়েকজনের সঙ্গে তারা আলাপচারিতা হয় কথাবার্তা হয়। তার মধ্যে একজন তরুণীর সঙ্গে তার পরিচয় হয় যিনি স্টার্ট আপ সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগে কর্মরত।

কথাবার্তার মধ্যে তিনি জানতে পারেন ওই মেয়েটি সবেমাত্র চাকরিতে জয়েন করেছে আদনান তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারেও জানান আদনান ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সেস স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করেছেন। স্টাট আপ সংস্থার ঐ তরুণী আদনানির কাছে জানতে চেয়েছিলেন ঠিক কেমন ধরনের কাজ পছন্দ আদনানের।

আরো খবর: ১৫৩ টা’কা দা’ম বেড়েছে সিলিন্ডারের

এরপর তিনি নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন টুইটারে তিনি জানিয়েছেন আমরা অনেকেই চাকরি খুঁজি লিংকডইন, কর্মক্ষেত্রের মতো অ্যাপ গুলিতে। আবার পাত্রী খুঁজে থাকি ম্যাট্রিমনি টেন্ডারের মতো ডেটিং অ্যাপে।

আদনান জানিয়েছেন ওখান থেকে ওই মহিলা আমাকে চাকরি দেবার কথা জানান ইতিমধ্যে ইন্টারভিউ দিয়ে এসেছি মনে হচ্ছে সিলেক্ট হয়ে যাব। পাত্রী খুঁজতে এসে যে চাকরি পেয়ে যাব তা ভেবে আমি আনন্দিত।