সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

iphone-এ কেন এখনো ১২ মেগাপিক্সেল ক্যামেরাই দেওয়া হ’য়?

বাজারে লক্ষ্য করলে দেখা যাবে অন্যান্য স্মার্ট ফোন কোম্পানি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত ফোন বাজারে নিয়ে এসেছে। কিন্তু আই ফোন তাঁদের নিয়মে বদল করে নি । তারা তাঁদের ফোনের মধ্যে ১২ মেগাপিক্সেল ক্যামেরাই রেখেছে।

কারণ এটাই নাকি আদর্শ, স্মার্ট ফোনের ক্যামেরা সেন্সরের ক্ষেত্রে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দারুণভাবে আদর্শ। এর কারণ আছে অবশ্যই, যার মধ্যে স্টোরেজ, ছবির প্রসেসিং এর ব্যাপার রয়েছে। কম আলোতে ভালো ছবির কথাও মাথায় রাখতে হচ্ছে ব্র্যান্ড গুলোর।

তাছাড়া মোবাইলের ব্যাটারির আয়ু যা ক্যামেরা আপের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। ক্যামেরা যত বেশী মেগাপিক্সেল হবে স্মার্টফোন তত বেশী ডেটা প্রসেস করবে। যার কারণে ব্যাটারী শেষ হবে দ্রুত।

আরো পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীদের জন্য ভা’লো খবর! রয়েছে বৃষ্টির সম্ভাবনা, পা’ল্লা দিয়ে বা’ড়’ছে গরম

তাছাড়া যখন আপনি নাইট মোডে কিংবা পোট্রেট মোডে ছবি উঠবেন তখনও মোবাইলের প্রসেস করতেই সময় লাগবে অনেকটা। এখানেই কি সমস্যা শেষ হচ্ছে, তাঁর সাথে ছবির রেজ্যুলেশন, ফাইলের আকার বড় ছোট তো রয়েছেই।

এদিকে আবার অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করার সুযোগ তো থাকেই না। আমরা মোবাইলের সেন্সরের কথা মাঝে মাঝে ভুলে যাই। যদি সংস্থা সেন্সরের পরিমাণ সেই এক রেখেই যদি মেগাপিক্সেল বাড়াতে থাকে তাহলে প্রতিটি পিক্সেলের আকার হয়ে যায় ছোট। তাঁর ধারণ ক্ষমতা কমে যায়।

তাই সেন্সরের সাথে সামঞ্জস্য রেখে যদি মোবাইলের পিক্সেলের কম বেশি করা যায় তাহলে ছবি ভালো তৈরি হয়। ক্যামেরার এক্সপোজার ব্যালেন্স হয়, ডায়নামিক রেঞ্জ ঠিক থাকে এমনকি শার্প নেস ঠিক করে দেয়।

তাই আপাতত ১২ মেগাপিক্সেল ক্যামেরাই যথেষ্ট। তবে স্মার্ট ফোনের যখন প্রসেসর শক্তিশালী হবে, বেশী স্টোরেজ আসবে তখন ৪০ মেগাপিক্সেলের বেশী ক্যামেরার দরকার পরবে।