সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেখার সা’হ’স হবে? দাবার চাল বুঝতে না পে’রে শিশু প্রতিযোগীর আঙ্গুল ভে’ঙে দি’লো রোবট

দাবা হল একটি গভীর মনোসংযোগকারী খেলা। এই খেলাতে মারাত্মক উত্তেজনা কাজ করে, তবে এখানে কোনো ঝামেলা হয় না। কিন্তু মস্কোর এক দাবার ম্যাচেই ঘটে গেল এক ‘হিংসাত্মক ঘটনা’। এই প্রতিযোগিতায় একজন আরেকজনের হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই কান্ড কোনো মানুষ ঘটায় নি, ঘটিয়েছে এক রোবট।

সে হঠাৎই খেলার মাঝে সাত বছরের এক শিশুর ডান হাতের আঙুল ভেঙে দিয়েছে। এই ঘটনা গত ১৯ জুলাই মস্কো ওপেন টুর্নামেন্টের বলে জানা গেছে। সূত্রের খবর, শিশুটি এমন দ্রুত চাল দিয়েছিল যে তার প্রতিযোগী রোবটটি ‘ঘাবড়ে’ যায়।

যান্ত্রিক গোলযোগ ঘটে যাওয়ার কারণে সে তার ধাতব কঠিন হাত দিয়ে শিশুটির ডান হাত চেপে ধরে। এহেন কান্ড দেখামাত্র আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অনেক কষ্টে শিশুটির হাত ছাড়িয়ে নিলেও ততক্ষণে তার একটি আঙুল ভেঙে যায়।

এ প্রসঙ্গে মস্কোর দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভের বক্তব্য, রোবটটি এর আগেও অনেক ম্যাচ খেলেছে, তবে এরকম কিছু ঘটেনি কখনও। এখানে এরকমভাবে সাত বছরের শিশুটির আঙুল ভেঙে যাওয়া ঘটনাটি সত্যিই অপ্রত্যাশিত।


সংস্থার ভাইস প্রেসিডেন্ট সের্গেই স্মাগিন বলেছেন, এরকম ঘটনা এর আগে কখনও ঘটেছে বলে তিনি মনে করতে পারছেন না। তবে আঙুল ভাঙলেও ওই শিশুটির মানসিক শক্তি এতটাই প্রবল যে সে ঘাবড়ে না গিয়ে পরের দিন আবার ম্যাচ খেলেছে এবং টুর্নামেন্ট শেষ করেছে। তবে জানা যাচ্ছে শিশুটির বাবা-মা অবশ্যই আইনের দ্বারস্থ হবেন।