সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আদালতের নি’র্দে’শে কি স’ম’স্যা হতে পারে মাধ্যমিক পরীক্ষায়? সুস্পষ্ট কোনো জবাব নেই ব্রাত্য বসুর

গ্রুপ ডি কর্মীদের জন্য তাহলে এবার মাধ্যমিক পরীক্ষা পেছাবে কি? কারণ গতকাল বিচারপতি ১৯১১ জনের চাকরি বাতিল করেছে। গ্রুপ ডি কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে মাধ্যমিক পরীক্ষায়। এখন তাদের অভাব কতটা প্রভাব ফেলবে সেটা দেখার।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই নিয়ে প্রশ্ন করা হলেও কোনও স্পষ্ট জবাব মেলে নি।  শিক্ষা মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক বোর্ডের কাছে এর কোনো না কোনো বিকল্প রাস্তা থাকবেই। এদিকে আবার বিচারপতি ১৯১১ জনকে বাতিল করেছে।

তাই সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘যে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশিকা আপলোড করা হয়েছে, তার মধ্যে ৪৫৮টি জুনিয়র হাইস্কুল। আমরা স্কুল শিক্ষা দফতরের সাথে এই নিয়ে বিশদে আলোচনা করছি।

আরো খবর: কোন জাদুতে রাতারাতি কালো থেকে ফ’র্সা হলেন কাজল? ব্যা’পা’রটা কি?

পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আমরা সমস্ত রকম ব্যবস্হা নিতে প্রস্তুত। এবারের মাধ‌্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৯২৮।.

আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড বিলি শুরু হবে। গতবছরের তুলনায় এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম। কারণ গতবছর পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১০ লক্ষ, ৯৮ হাজার ৭৭৫।