সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলমের ঢাকনাতে কেন ছি’দ্র থা’কে? কারণ বে’শ অ’বা’ক করার ম’তো

বিজ্ঞান ছাড়া আমরা সত্যিই অচল, কারণ আমাদের প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানের দরকার। ছোট আলপিন থেকে শুরু করে পারমাণবিক বোমা সব ক্ষেত্রেই এই বিজ্ঞানের প্রয়োজন। এই তালিকা থেকে বাদ যায় নি কলমও। লক্ষ্য করলে দেখা যাবে কলমের ঢাকনাতে ছিদ্র রাখা হয়, কিন্তু কারণ আমরা অনেকেই জানি না। কেন এই ছিদ্র রাখা হয়েছে।

আমরা হয়তো দৈনন্দিন এই জিনিস দেখে থাকি কিন্তু কখনও মাথা ঘামাই না। ভালো করে চিন্তা করলে দেখা যাবে এখানেও রয়েছে বিজ্ঞানের দান। বিজ্ঞান না থাকলে আমরা যে কি করতাম? তা সত্যি ভাবতে অবাক লাগে।

বিজ্ঞানের জোড়ে মানুষ আজ এত উন্নতিশীল জীব। কিন্তু সব কিছুর ভালো খারাপ দিক তো রয়েছেই। তাই বিজ্ঞান নিয়ে বলতে গেলে অনেক বলতে হয়। তাই এখন আমরা আবার কলমের ঢাকনাতে ফিরে আসি।

আরো পড়ুন: কিছু মজাদার স’ত্য, যা শুনলে অবাক হতেই হ’বে

কলমের ঢাকনাতে ফুটো রাখা হয়, কিন্তু কেন?এর পেছনে নাকি রয়েছে দুটি কারণ। যদি ভুলবশত কেউ পেনের ঢাকনা গিলে ফেলে, তাহলে সেটা শ্বাসনালিতে গিয়ে আটকে যাবে।আর দারুন এক ভয়ানক কান্ড ঘটে যাবে, যার ফলে তাদের সম্মুখীন হতে হবে মৃত্যুর।

শুনে কি আপনাদের অবাক লাগছে? স্বাভাবিক, কিন্তু আমেরিকায় এই পেনের ঢাকনা খেয়ে মৃত্যু হয় শতাধিক মানুষের । বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। ঢাকনাতে ছিদ্র থাকার কারণে কিছুটা হলেও সেটা দিয়ে বায়ু চলাচল করতে পারে। যার ফলে চিকিৎসার আগ পর্যন্ত রোগী কিছুটা হলেও শ্বাস নিতে পারে।

আরো পড়ুন: আগামী মাসেই এই বছরের প্রথম সূর্যগ্র’হ’ণ, জেনে নিন তারিখ ও সময়

তাছাড়া পেনের কালি যাতে চুইয়ে না পরে, তার জন্য এই ছিদ্র খুবই দরকারি। এই ছিদ্র থাকলে তা সহজেই কালি চুইয়ে পরে না।ঢাকনা আটকানোর পর তা খুলতেও সুবিধা হয়, কেবলমাত্র এই ছোট্ট ছিদ্র থাকার জন্য।