সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SBI গ্রাহকদের জন্য বি’রা’ট খবর, FD-তে বাড়তি সুদ দেওয়া শু’রু হলো, জানুন বি’শ’দে

গ্রাহকদের জন্য খুশির খবর দিল ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের উপর সুদের পরিমাণ বাড়িয়ে দিল।

এসবিআইয়ের ওয়েবসাইটে নয়া ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২ কোটির কম অঙ্কের স্থায়ী আমানতে ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে। নতুন দর ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছিল । তার পরেই এসবিআইয়ের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নয়া নিয়মে ২ কোটি টাকার কম অঙ্কের ২১১ দিন থেকে শুরু করে এক বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ থেকে সুদ বেড়ে হল ৫.৭৫ শতাংশ।

আরো খবর: ৫০ বছর বয়সী মায়ের বি’য়ে দিলেন কন্যা দেবারতী, তরুণীর প্র’শং’সা’য় প’ঞ্চ’মু’খ সোশ্যাল মিডিয়া

এ ক্ষেত্রে তা ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেল। এসবিআই শেষ বার সুদের হারে পরিবর্তন করেছিল গত ২২ অক্টোবর।