সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকায় ধুমধাম করে পালন করা হয় “শ্রেয়া ঘোষাল ডে”, কারণ জানলে গর্ব হবে আপনার

বর্তমানে জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল লতা মঙ্গেশকরের অত্যন্ত পছন্দের একজন গায়িকা। শ্রেয়া ঘোষালকে বলিউডের মেলোডি কুইন বলা হয়। বর্তমানে তার খ্যাতি দেশ-বিদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, শুধুমাত্র যে ভারতেই তার অনুরাগী রয়েছে তা কিন্তু নয় গোটা পৃথিবীর আনাচে-কানাচে রয়েছে তার অনুরাগী।

বিভিন্ন দেশ-বিদেশ ঘুরে তিনি কনসার্ট করেন। তাঁর কন্ঠের যাদুতে তাঁর বিদেশের মানুষজন তাকে ভীষণ পছন্দ করেন। বিশেষ করে আমেরিকাতে তাঁর জন্মদিন উদযাপন করা হয় যদিও তার পিছনের কারণটা যথেষ্ট আকর্ষণীয়। আমেরিকার একজন গভর্নরের পছন্দের গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালকে তিনি অত্যন্ত পছন্দ করেন।

শ্রেয়া ঘোষাল ২০১০ সালে আমেরিকার ওহি ওতে গিয়েছিলেন এবং সেখানেই তৎকালীন গভর্নর টেড স্টিকল্যান্ড ঘোষণা করেন যে ২৬ জুন শ্রেয়া ঘোষালের নামে আমেরিকাতে উদযাপন করা হবে। এই ঘোষণার পরবর্তীকাল থেকে প্রত্যেক বছর ২৬ শে জুন দিনটি শ্রেয়া ঘোষালের দিবস হিসেবে আমেরিকাতে পালন করা হয়।

আরো খবর: প্র’য়া’ত হলেন করনি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভী, বয়স হয়েছিল ৮০ বছর

এইভাবে বিদেশের মাটিতে ভারতের একজন সংগীত শিল্পীকে সম্মান দেওয়া হয়। খুব ছোটবেলা থেকে এই গানের প্রতি তার ভীষণ ভক্তি আজ তাকে এই জায়গাতে এনে দিয়েছে। এটি রিয়েলিটি শো তে একটি গান গেয়ে তিনি রাতারাতি জনপ্রিয় হন।


শ্রেয়া ঘোষালের আবিষ্কর্তা ছিলেন সঞ্জয় লীলা বনশালি, তিনি দেবদাস ছবিতে শ্রেয়াকে ডোলারে এবং বৈরি পিয়া গান দুটি গাইতে দিয়েছিলেন যার ফলে যেটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে।