সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচ্ছা ইলেক্ট্রিক প্লাগের মধ্যে তৃতীয় পিনটি কে’ন থা’কে? আপনি যেটা ভাবছেন সেটিই কি স’ত্যি?

আমাদের ঘরের প্রায় প্রত্যেক জায়গাতেই নানা ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতি থাকে, যা আমাদের নিত্যপ্রয়োজনে লাগে। এ সব যন্ত্রপাতির যে সকেটে তাদের প্লাগগুলি লাগানো থাকে সাধারণত সেগুলিতে তিনটি পিন থাকে। বেশিরভাগ বৈদ্যুতীন সরঞ্জামের প্লাগেই তিনটি পিন থাকে। কিন্তু কেন এই তিনটি পিনের প্রয়োজন হয় তা জানেন কি?

যদি কখনও ওই প্লাগ খোলা হয় তাহলে দেখবেন যে তিনটি পিনে তিনটি আলাদা আলাদা তার সংযোগ করা রয়েছে। এই তিনটি পিনের মধ্যে দুটির আকার সমান এবং একই। তৃতীয় পিনটি মাথার উপর থাকে এবং বাকি দুটি পিনের চেয়ে এটি কিছুটা মোটা হয়। এই পিনটি সাধারণত একটি সবুজ তারের সঙ্গে সংযুক্ত থাকে। এই তারকে বলা হয় ‘EarthWare’।

পিনগুলির ব্যবহার : স্বাভাবিক অবস্থায় তৃতীয় পিন এবং সবুজ তারের মধ্য দিয়ে কোন বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই তারের এক প্রান্ত বৈদ্যুতিন সরঞ্জামের সঙ্গে যোগ করে রাখা হয়। পাশাপাশি প্রতিটি রঙের তারের সঙ্গে পিনটি প্লাগের মাধ্যমে একটি বিন্দুতে সংযুক্ত থাকে।

আরো পড়ুন: আ’রো ৭ টি নতুন জেলা পা’চ্ছে পশ্চিমবঙ্গ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এটি ‘আর্থিং’ করে অর্থাৎ, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে কোনও গোলমাল দেখা দিলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ মাটির দিকে ঠেলে দেয়, একে ‘Electrical Grounding’-ও বলা হয়। কখনও কখনও বৈদ্যুতিন সরঞ্জামে ত্রুটি দেখা দিলে এই যন্ত্রটিতে অস্বাভাবিক বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয়। এ অবস্থায় কোনো ব্যক্তি ওই যন্ত্রটি স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তিনি তড়িদাহত হতে পারেন।

এর তীব্রতা নির্ভর করে মানুষের শরীরে কতটা বিদ্যুৎ প্রবাহ হতে পারছে তার উপর। এতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে। আর্থিং পদ্ধতিটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম থেকে তড়িদাহত হওয়ার সম্ভাবনা কমায় এবং এসমস্ত যন্ত্র ব্যবহারে সুরক্ষা প্রদান করে।

প্লাগের তৃতীয় পিনটির কাজ হল এটিই। যদি পাওয়ারের তৃতীয় পিনের মাধ্যমে সঠিক ভাবে আর্থিং করা হয়, তবে বৈদ্যুতিন সরঞ্জামের সমস্যার কারণে কম পরিমাণ বিদ্যুৎ শরীরে প্রবাহিত হবে। এতে ভয়ের কোনো কারণ নেই।