সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিনবেন নাকি? ১৯০০ টা’কা’য় মোছার ন্যাকড়া ল’ঞ্চ করেছে Apple, রইলো ছবি

নামিদামি কোম্পানির ল্যাপটপ, আইফোন কিংবা স্মার্ট ফোন, নিদেনপক্ষে স্মার্ট এলইডি টিভি কেনার পরেও কার্যত উপযুক্ত যত্নের অভাবে অনিচ্ছাকৃতভাবে হলেও সেই ইলেকট্রনিক্স গ্যাজেটসের ক্ষতি করে ফেলি আমরা। যত্ন করে মুছতে গিয়ে বা ধুলাবালি পরিষ্কার করতে গিয়েই স্ক্র্যাচ পড়ে যায় আপনার কেনা বহুমূল্য ইলেকট্রনিক্স গ্যাজেটসে।

এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এলো অ্যাপল কর্তৃপক্ষ। সম্প্রতি ইলেকট্রনিক্স গ্যাজেটস মোছার জন্য এক বিশেষ ধরনের কাপড় লঞ্চ করেছে অ্যাপল কর্তৃপক্ষ। যার এক টুকরো কাপড়ের দাম পড়বে ১৯০০ টাকা! স্বভাবতই অ্যাপেলের এই নতুন আবিষ্কার নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে নেট মাধ্যমে। মিম এবং ট্রোলও শুরু হয়েছে অ্যাপেলের এই এক টুকরো মোছার ন্যাকড়া নিয়ে।

যদিও অ্যাপেল কর্তৃপক্ষের দাবি, বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই একটুকরো কাপড়। অ্যাপেলের ম্যাকবুক সহ বেশ কিছু ডিভাইসে ন্যানো টেক্সটার গ্লাসের স্পেশাল কোটিংয়ের ব্যবস্থা করা থাকে। কোনও কারনে গ্লাসের উপরে স্ক্র্যাচ পড়ে গেলে তা সহজে ওঠেনা। অ্যাপেল এর তরফ থেকে যে নতুন কাপড় লঞ্চ করা হয়েছে তা দিয়ে অত্যন্ত সহজে এবং নিরাপদে স্মার্ট ফোন, আইফোন থেকে শুরু করে স্মার্ট এলইডি টিভি, কম্পিউটার, ল্যাপটপ পরিষ্কার করা যাবে।

যারা দশ-বিশ হাজার টাকার ফোন কেনেন, তাদের ক্ষেত্রে ১৯০০ টাকার মোছার ন্যাকড়া কেনা নিতান্তই বাজে খরচ বলে মনে হতে পারে। কিন্তু যারা ৫ লক্ষ টাকা দিয়ে অ্যাপেলের নতুন ল্যাপটপ ডিভাইস কিনছেন, তাদের ক্ষেত্রে এই খরচ নিতান্তই নগণ্য। সেই গ্রাহকদের কথা বিবেচনা করেই এই নতুন আবিষ্কার করেছে অ্যাপল কর্তৃপক্ষ।