সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টলিউডে কাজ পেতে ছেলেদেরও শু’তে হয়, ট্যালেন্টের উপরে স্থান সে’ক্সে’র!

একটি ঘটনা চিরাচরিত আমাদের ভাবনা চিন্তাকে একেবারে পাল্টে দিতে পারে, একথা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু না হলে বোঝা যেত না। এর আগেও তো কত অভিনেতা-অভিনেত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু এই অভিনেতার মৃত্যু আমাদের চোখের সামনে থেকে সাজানো দুনিয়ার কালো অন্ধকার দিক খুলে দিয়েছে সম্পূর্ণভাবে। শুধু বলিউড কেন, টলিউডের ও অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। অভিনেতার মৃত্যুর পর বহু অভিনেতা-অভিনেত্রী চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছেন সকলের সামনে।

কিছুদিন আগেই শ্রীলেখা মিত্র করেছিলেন একটি বিস্ফোরক মন্তব্য, এবার সেই পথে হাঁটলেন তথাগত মুখোপাধ্যায়। কিছুদিন আগে ইউটিউব লাইভে এসে একটি ভিডিও করে শ্রীলেখা মিত্র সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দায়ী করলেন বহু অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার ধ্বংস করার অভিযোগে। যদিও এর আগে অভিষেক চট্টোপাধ্যায় একই কথা বলেছিলেন।

এবার শ্রীলেখা মিত্রের পক্ষ নিয়ে কথা বললেন তথাগত মুখোপাধ্যায়। ফেসবুক পেজে তিনি লেখেন, কথা গুলি খুব সত্যি। এই ইন্ডাস্ট্রিতে এমন একটি চূড়ান্ত নগ্নতা রয়েছে, যা বলতেও লজ্জা করে। তবে একসময় মনে হয় সবকিছু সকলের সামনে তুলে ধরলেই বোধহয় ভালো হয়। নাম না করে একজন নামী পরিচালকের উদ্দেশ্যে অভিনেতা বলেন, আমার অনেক পরিচালক রয়েছেন যারা পুরুষ অভিনেতাদের সঙ্গে কাস্টিং কাউচ করতেন।

তিনি আরো বলেন, একজন পরিচালক বাড়িতে ডেকে দরজা-জানলা বন্ধ করে, লাইট জ্বালিয়ে অভিনয় শেখাবেন বলে ডেকে পাঠিয়েছিলেন। পরিস্থিতি খারাপ বুঝে সেখান থেকে সরে আসি আমি। কিন্তু পরিচালক-প্রযোজকদের সন্তুষ্ট না করতে পেরে আজও ব্ল্যাক লিস্টে রয়েছে আমি। আমার মতো এমন অনেক মানুষ রয়েছেন যারা এই পরিস্থিতির শিকার।

তাহলে কি ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই পরিচালকদের সঙ্গে শুয়ে পড়েন কাজ পাওয়ার জন্য? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, অবশ্যই। এখন ইন্ডাস্ট্রিতে কাজ পাবার জন্য এবং টিকে থাকার জন্য এই কাজ করেন সকলেই। একজন নামী পরিচালক আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, এই যে আমি তোকে ছবিতে নেব তার বদলে তুই আমাকে কি দিবি? উত্তর দেবলিনা বলেছিল, আমি আমার ক্রাফট দেব। কিন্তু সেখানেই না থেমে থেকে পরিচালক বলেন, সে তো সবাই দেবে, তুই আলাদা কি দিবি?

এখান থেকেই পরিষ্কার প্রত্যেক পরিচালক এবং প্রযোজক কোথাও না কোথাও অভিনেতা-অভিনেত্রীদের দূর্বলতার সুযোগ নিয়ে নেয়। যত দিন যাচ্ছে, এই ঘটনা আরো বেড়ে যাচ্ছে। যারা মানিয়ে চলতে পারছে তারা টিকে থাকছে, যারা পারছে না তারা অচিরেই হারিয়ে যাচ্ছে।