সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো ৭ টি নতুন জেলা পা’চ্ছে পশ্চিমবঙ্গ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে নতুন ৭ টি জেলা হবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বলেন, ৭ টি নতুন জেলা হচ্ছে রাজ্যে।

এই ৭ জেলা হল- বিষ্ণুপুর, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি, সুন্দরবন জেলা, ইছামতী জেলা এবং বসিরহাট মহকুমা নিয়ে জেলা।

মমতা বলেন, মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি। নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে।

আরো পড়ুন: TRP তলানিতে! শীঘ্রই শে’ষ হ’চ্ছে “খড়কুটো”, আ’র দে’খা যা’বে না গুনগুনকে

উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা হচ্ছে। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ও সুন্দরবন নামে দুটি নতুন জেলা হচ্ছে।