সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এ’তো জনপ্রিয়? কেন পি’ছি’য়ে বাংলা সিনেমা? রি’পো’র্ট পে’শ করলেন শাশ্বত

বলিউড-টলিউড হলিউড সমস্ত কিছুতে কাজ করার পর এবার সুদূর কলিউডে পাড়ি দিচ্ছেন বাংলার অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাকে তেলেগু ভাষাতেও অভিনয় করতে দেখা যাবে। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় টলিউড, বলিউড এবং হলিউডের সঙ্গে কলিউডের পার্থক্যটা কোথায় রয়েছে সেটা খুব ভালোই ধরতে পারেন।

অন্যদিকে সাউথের ছবি এবং বলিউডের ছবি বক্স অফিসে তার জায়গা যথেষ্টভাবে করে নেয় কিন্তু অন্যদিকে বক্স অফিসে সব থেকে পিছিয়ে থাকে টলিউডের ছবিগুলি। বলিউড এবং সাউথের ছবির ওপর বরাবরই বাঙ্গালীদের বেশি নজর। কেন বাঙালি দর্শকরাও দেখতে চান না বাংলা ছবি?

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন পরিচালকরা তাদের মতে বাংলার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে অবশ্যই দর্শকদের বাংলা সিনেমা দেখা প্রয়োজন, তাদের মতে এমন টা আগে হত না উত্তম-সুচিত্রার সময়ে দর্শকরা চাইতেন বাংলা ছবি দেখতে কিন্তু এখন বাংলা ছবি দর্শকরা দেখতে চান না।

আরো পড়ুন: শুভেন্দুর বি’রু’দ্ধে FIR-র নি’র্দে’শ মমতার, রাজ্য রাজনীতি সরগরম

এই গোটা ব্যাপার একটি সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চ্যাটার্জি কিছু বক্তব্য রেখেছেন। অভিনেতা সাক্ষাৎকারে জানান, বাংলা ছবির সব থেকে বড় নেগেটিভ দিক হলো গল্প। আগেকার সিনেমাগুলি অর্থাৎ উত্তম কুমার সুচিত্রা সেনের সময়ে গল্পগুলিতে একটি কাহিনী থাকতো, এবং যেটাই প্রত্যেকটা দর্শককে আকর্ষণ করতো।

কিন্তু এখন নানা উৎসবকে ঘিরে ছবি তৈরি করা হয়, যার কোন মাথামুন্ডু নেই। সেই কারণে দর্শকদের ভালো না লাগায় তারা দেখতে চান না। বাংলা ইন্ডাস্ট্রির কখনোই ভাবতে চান না যে দর্শকরা কি দেখতে চান এবং তাদের কি পছন্দ, এই কারণেই টলিউড এখন পিছিয়ে রয়েছে, কিন্তু অন্যদিকে দক্ষিণের সিনেমা গুলির ক্ষেত্রে এরকম একদমই হয় না।

মুম্বাইতে এ ধরনের কাজই করছে কিন্তু বাংলা কেন পিছিয়ে রয়েছে এ ব্যাপারে সেটা কেউ কিছু ভাবছে না। তিনি জানান, সাউথের সিনেমা গুলো হয় সমস্ত কিছু হলিউডের ওপর ভিত্তি করে, তারা সময় নেয় কিন্তু আস্তে আস্তে একটি ভালো ছবি তৈরি করে যার জন্যই তাদের ইন্ডাস্ট্রি এগিয়ে রয়েছে।

আরো পড়ুন: নতুন ধরনের চা, লাইনে দাঁ’ড়ি’য়ে মানুষ অ’পে’ক্ষা করছেন চায়ের কা’পে চুমুক দেওয়ার জন্য

অভিনেতা জানান, একটা সিনেমা যখন মুক্তি পায় এবং ভালো হয় বক্সঅফিসে বিশেষ জায়গা করে নেয় তখন অনেক কিছুই তার পিছনে লুকিয়ে থাকে। দক্ষিণের যে সমস্ত ছবিগুলির নির্মাতারা রয়েছেন তারা কখনোই বাজেট সম্পর্কে কোনো বক্তব্য করেন না, কারণ তারা জানেন যে ছবিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই তারা সাফল্য অর্জন করবেন এবং ছবিটি ভালো হলে প্রত্যেক দর্শক নিজেও দেখতে যাবেন এবং অন্যদেরও বলবেন দেখতে যেতে।

দক্ষিণ ইন্ডাস্ট্রির সাথে সাথে তিনিও বলিউড ইন্ডাস্ট্রির প্রশংসা করেন। তিনি জানান, বলিউড অভিনেত্রীদের স্বভাব-চরিত্র অত্যন্ত নম্র-ভদ্র যা তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। অমিতাভ বচ্চন, দিপিকাপাদুকন, প্রভাস, কঙ্গনা, অর্জুন সবার সাথেই তিনি অভিনয় করেছেন। অভিনেতা জানান, বলিউডের নায়িকাদের সঙ্গে টলিউডের নায়িকাদের অনেক পার্থক্য রয়েছে।