সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন ধরনের চা, লাইনে দাঁ’ড়ি’য়ে মানুষ অ’পে’ক্ষা করছেন চায়ের কা’পে চুমুক দেওয়ার জন্য

চা প্রেমীদের জন্য চায়ের স্বাদ আরও ভালো করার জন্য নানান রকমের চা এর রেসিপি তৈরি করেছেন চা ব্যবসায়ীরা, যেমন মসলা চা, লেবু চা,দুধ চা, লাল চা গ্রিন টি।

এই সমস্ত চাগুলি অনেকদিন আগে থেকেই সকলেই পান করছেন, তবে সম্প্রতি এক বিশেষ ধরনের চা, চা প্রেমীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং সেটি হল ফলের চা। এই চা খাওয়ার জন্য দোকানে উপচে পড়ছে ভিড়। চায়ের মধ্যে দেওয়া হচ্ছে চিনির বদলে গোটা গোটা ফল।

ভাল স্বাদ আনার জন্য নানান সময় নানান রকম মসলা ব্যবহার করা হয়, কিন্তু এই প্রথম এমন এক ধরনের চা যেখানে কিনা ব্যবহার করা হচ্ছে ফল।

আরো পড়ুন: শুভেন্দুর বি’রু’দ্ধে FIR-র নি’র্দে’শ মমতার, রাজ্য রাজনীতি সরগরম

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই চায়ের রেসিপি ভাইরাল হয়ে গেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে চায়ের মধ্যে মেশানো হচ্ছে সবেদা,আপেলের মতো ফল।

 

View this post on Instagram

 

A post shared by Amar Sirohi (@foodie_incarnate)

এই ধরনের চায়ের রেসিপি দেখে নেটনাগরিরা একদমই অবাক। ইতিমধ্যেই চা বানানোর এই নতুন রেসিপিটা সোশ্যাল মিডিয়ায় প্রায় চার লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন।

অনেকে এই নতুন রেসিপি দেখে প্রশংসা করেছেন আবার অনেকেই এর বিরোধিতা করেছেন। তাদের মধ্যে চা নিয়ে এক প্রকার ছেলেখেলা হচ্ছে, ভারতীয়দের কাছে একটা সেন্সেশন হলো চা, এই ধরনের বাড়াবাড়ি কিছুতেই সহ্য করা যাবে না।