সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রাকের পিছনে কেন ব’ড়ো করে “OK” লেখা থাকে? কারণ জানলে অ’বা’ক হতে বা’ধ্য

আমরা রাস্তায় চলার পথে লরি বা ট্রাকের পিছনে নানা রকম লেখা থাকতে দেখি। বিশেষ করে একটা লেখার উপর বেশি চোখ পড়ে তা হলো ওকে। এই ওকে শব্দের মানে আসলে কি তা আমরা বেশিরভাগ মানুষই জানি না। বা এই লেখাটি কেনো লেখা থাকে ওই গাড়ি গুলির পিছনে সে কারণও জানি না। কিন্তু এই ওকে লেখার একটি নির্দিষ্ট মানে রয়েছে।

জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজেলের দাম এতটাই আকাশছোঁয়া হয় যে ট্রাক বা লরি চলতে শুরু করে কেরোসিনে। যেহেতু কেরোসিন ডিজেলের তুলনায় বেশি দাহ্য, তাই আশপাশের গাড়িকে সতর্ক করতে সেই সময় ট্রাকের পেছনে লেখা শুরু হয় অন কেরোসিন বা সংক্ষেপে ওকে।

তবে এখানেই শেষ নয় এই লেখা নিয়ে নানা মানুষের নানা রকমের মতবাদ রয়েছে। এখন চার, পাঁচ এমনকি ছয় লেনের এক্সপ্রেসওয়ে দেখা যায়, ফলে একাধিক গাড়ি পাশাপাশি যেতে পারে। কিন্তু আগে একাধিক লেনবিশিষ্ট রাস্তা খুবই কম ছিল। একটি রাস্তা দিয়েই গাড়ি-বাস-ট্রাক-লরি যাওয়া এবং আসা দু’টিই করত।

আরো খবর: তিহাড় জেলের মেনু শুনেই না’কি খে’তে ই’চ্ছে করছে না কেষ্টর! কি বললো ED?

ফলে কোনও ট্রাকের পিছনে থাকা গাড়ি ওভারটেক করতে চাইলে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ঝুঁকি থাকত। যেহেতু ট্রাকের আকার বড়, তাই পিছনে কোনও ছোট গাড়ি থাকলে উল্টো দিক থেকে আসা গাড়িকে দেখা সম্ভব হত না চালকের। তাই ‘ওকে’ শব্দের ‘ও’-এর মধ্যে একটা সাদা লাইট লাগানো হত।

যদি ট্রাকের পিছনে থাকা কোনও গাড়ি ওভারটেক করতে চাইত, সামনের রাস্তা ফাঁকা থাকলে ‘ও’-এ থাকা আলো জ্বালিয়ে পিছনে থাকা গাড়িটিকে ওভারটেক করার সঙ্কেত দিতেন ট্রাকচালক। এই কারণগুলির জন্যই ওকে লেখা থাকে গাড়ির পিছনে।