সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চু’মু খা”ওয়া’র সময় কেন আমাদের চোখ ব’ন্ধ হ’য়ে যায়? আ’ছে নির্দিষ্ট কারণ

প্রেম পেলেই যে চু’মু পাবে তেমন কোনো কথা নেই। তবে চু’মুই রোম্যান্সের শেষ কথা! যদিও প্রেম ছাড়া চু’মুর আরও কিছু উপযোগিতা রয়েছে। দীর্ঘ দিন সুস্থ থাকা থেকে শুরু করে শরীরের অতিরিক্ত মেদ ঝড়ানো, হার্ট ভাল রাখার অন্যতম উপাদান হল জমিয়ে চু’মু খাওয়া! একথা আমি বলছি না, বহু যুগ ধরে নানান গবেষণা এমনটাই দাবি করে এসেছে। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন কি, চু’মুর সময় আমাদের চোখ বন্ধ হয়ে আসে। কিন্তু কেন এমনটা হয়?

Why during the kiss, they close their eyes?. Page 1

বিশেষজ্ঞরা বলছেন, এই সময় মস্তিষ্কে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একই সঙ্গে দুটো কাজ ভাল করে করতে পারে না। তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়কে গুরুত্ব দেয় এবং মস্তিষ্ক চোখকে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ পাঠায় ।

কিন্তু মস্তিষ্কের এমন কারণের উত্তর জানতে লন্ডন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা একটি গবেষণা করেছিলেন। তাদের মতে, দৃষ্টিশক্তি ও বোধশক্তি অন্য দিকে ব্যস্ত থাকলে আমাদের সেন্সরি অর্গানরা আর কোনও ইন্দ্রিয়কে অত গুরুত্ব দেয় না। তাই চোখ খোলা অবস্থায় চুমু খেলে সবটুকু আনন্দ পাওয়া যায় না।

মনোবিদরা এ প্রসঙ্গে বলেছেন, চোখ বুজে চুমু খেলে উল্টো দিকের মানুষটার প্রতি আস্থা ও ভরসা প্রদর্শন করা হয়। সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকলে চুম্বনের সময় আমাদের মনে সেই ভাব আরও প্রকট হয়ে ওঠে। তাই চোখ বুজে আসে সহজে। তবে, জোর করে চুমু খেতে গেলে হিতে বিপরীত হয়, উল্টো প্রতিক্রিয়া দেখাতে শুরু করে মস্তিষ্ক।

HanCinema's Column] Kdrama Kiss Types - Part 1 @ HanCinema