সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে কোনো BMW কারখানা হ’চ্ছে না, মি’থ্যা কথা বলে উ’ড়ি’য়ে দি’লো সংস্থা

বিখ্যাত জার্মান সংস্থা ‘ বিএমডাব্লিউ ‘ নাকি পাঞ্জাবে নতুন গাড়ি বানানোর কারখানা গড়ে তুলবেন। এরকম একটি প্রতিশ্রুতিই দেন পাঞ্জাব সরকার বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান একটি টুইট করে বলেন যে “তাদের সরকারের কথা হয়েছে বিশ্ব বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউর আধিকারিকদের সাথে। বিএমডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা পাঞ্জাবি গাড়ির যন্ত্রাংশের কারখানা তৈরি করতে আগ্রহী।”

আর এই নিয়েই পাঞ্জাবে তুলকালাম অবস্থা। জানা যাচ্ছে ‘ বিএমডাব্লিউ ‘ সংস্থার ভারতীয় শাখার কাছে এই খবর পৌঁছনোর পরেই তাঁরা স্পষ্ট জানান যে তারা কোনো এমন প্রতিশ্রুতি দেন নি। পাঞ্জাবে বিএমডাব্লিউ কোনো কারখানা খুলছেন না।
আর বিএমডাব্লিউ – এর পক্ষ থেকে এই উত্তর পাওয়ার পরেই বিরোধী কংগ্রেস দল নানা রকম কথা বলতে শুরু করেছে। রীতিমত আক্রমণের শিকার হচ্ছেন পাঞ্জাবের আপ সরকার।

পাঞ্জাবের কংগ্রেস নেতা পরগাট সিং জানান, “বিএমডব্লিউ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর ঘোষণাকে অস্বীকার করেছে। এই বিষয়ে তার জবাবদিহি করা উচিত। এই মিথ্যে তিনি প্রচার পাওয়ার জন্য বলেছেন নাকি এটা তার স্বভাবসিদ্ধ তা পরিষ্কার হওয়া দরকার।”
তবে পাঞ্জাবের সরকারও চুপ করে থাকেনি। তিনি জবাব দিহি অবশ্যই করেন।

আরো পড়ুন: মহালয়ার আ’গ পর্যন্ত কি বৃষ্টিতে ভি’জ’বে দক্ষিণবঙ্গ? কে’ম’ন থা’ক’বে আবহাওয়া?

তিনি বলেন, বিএমডব্লিউর জার্মান সংস্থার সাথে এখানের সরকারের সতিই কথা হয়েছে। তারা আগ্রহী এখানে কারখানা খুলতে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে সংস্থার পাঞ্জাবে এসে বৈঠক করার কথাও রয়েছে।ভারতের শাখা দপ্তর এই বিষয়ে কিছু জানে না। তিনি এমন একটি বিবৃতি দিলেও সাধারণ মানুষ কতটা বিশ্বাস করেছেন তা বলা যায়না।