সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৫ জানুয়ারি থেকে চা’লু হচ্ছে শ্রী জগন্নাথ যা’ত্রা ট্রেন, ভ্রমণ পিপাসুদের জন্য বি’রা’ট সু’যো’গ

বিশ্বের অন্যতম বৃহত্তম রেল পরিষেবা হল ভারতীয় রেল ব্যবস্থা। ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফ লাইন এবং এই ভারতীয় রেলেরই শাখা হলো আইআরসিটিসি, যারই উদ্যোগে বিভিন্ন সময়ে ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ভ্রমণের প্যাকেজ নিয়ে আসা হয়েছে।

এই প্রতিবেদনে আমরা এরকমই একটি নতুন প্যাক এর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব যেটি ভারতীয় রেল ব্যবস্থাতে নতুন যুক্ত হয়েছে। ভারতীয় রেলের অধীনে নতুন পর্যটন ট্রেন চালু হয়েছে, ট্রেনটির নাম হল শ্রী জগন্নাথ যাত্রা পর্যটন ট্রেন। নতুন ট্রেনটি যাত্রা করবে নতুন বছরের ২৫শে জানুয়ারি থেকে।

যাত্রীরা কানপুর, টন্ডুলা,ইটাওয়া, লখনউ স্টেশন থেকে ওটা নামা করতে পারবেন। এই নতুন প্যাকেজটির মূল্য হলেও ১৭৬৫৫ টাকা প্যাকেজটিতে থাকতে সাত, আট দিনের। প্রথম দিন কাটানো হবে বারানসিতে, পরে দেখতে পাবেন কাশি বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার ঘাটের আরতি।

আরো খবর: বি’র’ল ও কঠিন রো’গে আ’ক্রা’ন্ত এই ৬ তারকা! এ বছরেই সব ফাঁ’স করলেন সেলিব্রেটিরা

এর পরের দিন সেই ট্রেনটি যাবে ঝাড়খন্ডে, সেখান থেকে বৈদ্যনাথ ধাম মন্দির এবং পুরীর মন্দির, যেখানে হোটেলের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে সেখানে রাত্রি কাটানো যাবে। সেখানে দেখার সুযোগ পাবে পর্যটকেরা পুরীর গোল্ডেন বিচ, জগন্নাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির।