সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়ায় কেন ব্যর্থ হয়েছে তৃণমূল? দারুণ ভাবে ব্যা’খ্যা করলেন মমতা ব্যানার্জি

মেঘের রাজ্যে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য মেঘালয় নির্বাচন। মেঘালয় রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস।শিলং এর কর্মী সভা থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবার বড়সড়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসেই মেঘালয়ের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে ঘাসফুল শিবির। মেঘালয়ে বক্তৃতা দেওয়ার সময় গোয়ার প্রসঙ্গ টেনে আনলেন মমতা। কেন সাংগঠনিক সবলতা থাকতেও গোয়ায় ব্যর্থ হয়েছিল তৃণমূল!

দক্ষ নেতার অভাব ছিল। তবে মেঘালয়ে রয়েছেন মুকুল সাংমার মতো দক্ষ নেতা। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার পরিষদ নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তাই মেঘালয়ের মানুষের সুবিধা-অসুবিধা বোঝার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন তিনি বলেই আশাবাদী মমতা। সেইসঙ্গে মেঘালয়ের পুরোটাই দেখভাল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেককেই এই রাজভার দিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার মেঘালয় সফরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলের এই রাজ্যে ঘাসফুলের সংগঠন আরো মজবুত করতে বেশ কয়েকবার সভা করেছেন তিনি। সেই সঙ্গে হুংকার দিয়েছিলেন গুয়াহাটি থেকে নয় মেঘালয় শাসন হবে মেঘালয় থেকেই।

আরো খবর: এই বিশেষ দিনেই শ্বশুরমশাই হ’তে চলেছেন সুনীল শেট্টি, বি’য়ে’র তারিখ কবে?

সেই হুংকারে আরো শান দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, মেঘালয়ের হারানো গৌরব ফেরত দিতে হবে। মানুষের অধিকারের পক্ষে লড়ে যাবে তৃণমূল। বাংলার উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা যখন পারছে তখন খাসি জয়ন্তিয়া গারো পাহাড়েও তৃণমূলের ফুল ফুটবে। বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাস্টার স্ট্রোক ছিল লক্ষীর ভান্ডার।

এদের মেঘালয় গিয়েও লক্ষীর ভান্ডারের অনুরুপ উইকার্ড প্রকল্প চালু করল তৃণমূল। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল ক্ষমতায় এলেই মহিলাদের ব্যাংকে ১০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। মোটকথা নির্বাচনের আগে, নৈসর্গিক মেঘালয়ে ঘাসফুল ফোটাতে মরিয়া বাংলার শাসক শিবির।